|

আগৈলঝাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

প্রকাশিতঃ ১:৫৩ পূর্বাহ্ন | অগাস্ট ২১, ২০১৮

আগৈলঝাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে  সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ সম্মাণনা স্মারক প্রদান করা হয়।

উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে একই সভায় অফিসার্স ক্লাবের বিদায়ী সভাপতি আশ্রাফ আহম্মেদ রাসেল ও লেডিস ক্লাবের সভানেত্রী ইউএনও’র সহধর্মিনী আফরোজা আক্তার রেখাকে সম্মাণনা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিদায়ী নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল অতিসম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করবেন।

আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, ওসি (তদন্ত) নকিব আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, উপজেলা পরিষদ সদস্য ও গৈলা ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোনালী ব্যাংক আগৈলঝাড়া শাখা ব্যবস্থাপক পরিমল বাড়ৈ, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএমসি সভাপতি গিয়াস মোল্লা, বিদায়ী ইউএনও’র সহধর্মিনী আফরোজা আক্তার রেখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী রাজকুমার গাইন, মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সেটেলমেন্ট সার্কেল অফিসার অশোক কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কবির আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার প্রাণকুমার ঘটক, বিআরডিবি কর্মকর্তা মিন্টু বৈরাগী, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

দেখা হয়েছে: 911
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪