|

আগৈলঝাড়ায় হাসপাতালে ভর্তি আরও দু’জন ডেঙ্গু রোগী সনাক্ত

প্রকাশিতঃ ১১:১১ অপরাহ্ন | জুলাই ২৯, ২০১৯

আগৈলঝাড়ায় হাসপাতালে ভর্তি আরও দু’জন ডেঙ্গু রোগী সনাক্ত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও দু’জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকেরা।

উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ইউএইচএএফপিও (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আল-মামুন জানান, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে ইসমাইল (৮) ও আস্কর গ্রামের মনীন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) জ্বর নিয়ে ২৮ জুলাই রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়।

ডা. বখতিয়ার আল-মামুন তাদের প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে সনাক্ত করেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সোমবার তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে জ্বর নিয়ে উজিরপুর উপজেলার বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার (১৮) ভর্তি হলে তাদের শরীরেও ডেঙ্গু ধরা পরায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছিলেন ডা. বখতিয়ার আল-মামুন। এনিয়ে মোট ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হল।

এ ব্যাপারে ডা. বখতিয়ার আল-মামুন জানান, এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তবে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জ্বর হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য আহবাণ জানিয়েছেন তিনি।

দেখা হয়েছে: 438
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪