|

আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনের কর্ণধার সিটি মেয়র টিটু

প্রকাশিতঃ ১০:১৬ অপরাহ্ন | জুলাই ০৩, ২০১৯

আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনের কর্ণধার সিটি মেয়র টিটু

মো: কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, আমাদের আজকের শিশুরাই আগামীদিনের কর্ণধার হবে। তাই খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ওপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।

খেলাধুলার মধ্যদিয়ে আজকের শিশুদের যেমন মানসিক শক্তি গড়ে উঠবে তেমনি শারীরিকভাবে তারা সুস্থ হবে, শৃঙ্খলাবোধ শিখবে, অধ্যবসায় শিখবে, দায়িত্ব জ্ঞান বোধ তাদের মাঝে জাগ্রত হবে এবং সহনশীলতা শিক্ষা পাবে। তাই খেলাধুলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই।

বুধবার (৩ জুলাই) বিকেলে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ও ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র তও্বাবধানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্টানে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল মো: শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: বুলবুল আহম্মেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-১ গোলের ব্যবধানে রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অপরদিকে বঙ্গমাতা ফজিল্লাতুনন্নেছা ফুটবল টুর্নামেন্টে জেলখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কাজী সাদ্ উদ্দিন।

দেখা হয়েছে: 762
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪