|

আটোয়ারীতে পিএসসি ও এবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-৫৫

প্রকাশিতঃ ৭:১২ অপরাহ্ন | নভেম্বর ১৭, ২০১৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক সমাপনি ও এবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে ৫৫ জন পরীক্ষাথী অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিস হতে প্রাপ্ত তথ্যমতে , উপজেলার ৬ টি ইউনিয়নে প্রাথমিক সমাপনি ও এবতেদায়ী পরীক্ষা ইউনিয়ন ভিত্তিক ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) ইংরেজি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলায় মোট ২,৫৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭ জন এবতেদায়ীর পরীক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১,৩১১ জন ছাত্র এবং ১,২৭৭ জন ছাত্রী। পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষায় পিএসসি’র ৩৩ জন এবং এবতেদায়ীর ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

প্রাপ্ত তথ্যে মতে, কেন্দ্রগুলোর মধ্যে মির্জাপুর ইউনিয়নের পরীক্ষা মির্জাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৮ জন। এখানে সচিবের দায়ীত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্ট্রপাধ্যায় এবং ইউএনও’র প্রতিনিধি হিসেবে রয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।

তোড়িয়া ইউনিয়নের পরীক্ষা, তোড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। একেন্দ্রে ৪৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন অনুপস্থিত। এ কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন বাবুল। ইউএনও’র প্রতিনিধি হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান।

আলোয়াখোয়া ইউনিয়নের পরীক্ষা আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সচিবের দায়িত্বে ছিলেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান। ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়। এ কেন্দ্রে ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন অনুপস্থিত ছিল।

রাধানগর ইউনিয়নের পরীক্ষা রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন অনুপস্থিত। এখানে সচিবের দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী।

ইউএনও’র প্রতিনিধি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। বলরামপুর ইউনিয়নের পরীক্ষা বলরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রঞ্জন রায়।

ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। ধামোর ইউনিয়নের পরীক্ষা ধামোর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ৩৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল। এখানে কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল।

ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুসফিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধিগণ জানান, প্রতিটি কেন্দ্রে প্রাথমিক সমাপনি ও এবতেদায়ী পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শান্তি-শৃঙ্খলার সহিত অনুষ্ঠিত হচ্ছে।

দেখা হয়েছে: 632
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪