|

আটোয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে দুধর্ষ চুরি

প্রকাশিতঃ ১১:৫০ অপরাহ্ন | অগাস্ট ১৭, ২০১৯

দুধর্ষ চুরি

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয় সুত্রে জানাগেছে, বিদ্যালয়ের দ্বিতল ভবনের জানালার গ্রীল কেটে আইসিটি ক্লাস রুমের টেবিলে সাজিয়ে রাখা ২১ টি ল্যাপটপ, ১ টি মনিটর ও ২০টি চার্জার চুরি হয়েছে।

সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম জানান, আমাদের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ বিশেষ কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ১৫ আগস্ট দিবাগত রাতে আইসিটি কক্ষ থেকে ল্যাপটপ , মনিটর ও চার্জারগুলো চুরি হয়েছে। পরদিন ১৬ আগস্ট সন্ধায় নৈশ প্রহরী আমাকে জানায়। আমি বিদ্যালয়ে এসে চুরির ঘটনা নিশ্চিত হয়ে সংগে সংগে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

চুরির ঘটনার কথা শুনে সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক দুইজন এসআই সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

১৭ আগস্ট শনিবার সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম বাদী হয়ে আটোয়ারী থানায় একটি এজাহার করেন। ওইদিন বিকেলে এডিশনাল এসপি সুদর্শণ রায় বিদ্যালয়ের চুরির ঘটনা পরিদর্শন করেছেন। এসময় আটোয়ারী থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক, এস আই শাহীনুর রহমান সিদ্দিকী সহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপ¯িথত ছিলেন।

আটোয়ারী থানার ওসি আব্দুর রাজ্জাক আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ল্যাপটপ,মনিটর ও চার্জার চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির বিষয়টি থানায় মামলা হয়েছে। মামলা নং ০৯। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে পুলিশ তৎপর রয়েছে।

দেখা হয়েছে: 611
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪