|

কাজের মাধ্যমে নগরের উন্নয়ন করে প্রমাণ দেবেন সাদিক আবদুল্লাহ

প্রকাশিতঃ ৭:১৪ অপরাহ্ন | জুলাই ৩১, ২০১৮

কাজের মাধ্যমে নগরের উন্নয়ন করে প্রমাণ দেবেন সাদিক আবদুল্লাহ

স্টাফ রিপোর্টারঃ

চূড়ান্ত ফল ঘোষণার পরেই সাদিক বলেন,এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কারণেই জনগণ ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছে। তিনি আরো বলেন,কাজের মাধ্যমে নগরের উন্নয়ন করে প্রমাণ দিতে চান বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

‘আমি নির্বাচনের আগে কোন ইশতেহার দেইনি, তবে এখন আমি কি করবো সেটার উত্তর হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আগে যদি বলেই ফেলি তবে তা গল্প হয়ে যাবে।’ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার রাত একটায় বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ বাসভবনে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ১২৩টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১০৭টি কেন্দ্রের ফলাফলে আ’লীগের প্রার্থী সাদিক পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। স্থগিত রয়েছে ১৬টি কেন্দ্রের ফল।

নির্বাচনে জয়লাভের পর দেয়া এক প্রতিক্রিয়ায় সাদিক বলেন, ‘আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানান কথা বলেছি, উন্নয়নের কথা বলেছি। তবে সবার আগে যারা এই শহরের বঞ্চিত নাগরিক আছেন, যারা এই শহরে থেকেও এই শহরের সুবিধা পাচ্ছেন না তাদের নিয়ে কাজ করতে চাই। বরিশালের বর্ধিত এলাকার মানুষ এবং শহরের ৮/১০টি কলোনির মানুষের জীবন-মানের উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই।’

‘এছাড়া নাগরিকদের যে সুবিধা থাকা প্রয়োজন তা নিশ্চিতকরণ, নগরের জলাবদ্ধতা দূরীকরণ, সুয়ারেজ লাইনের উন্নয়ন ও ব্যবস্থা করা, নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করার কাজগুলো আগে করতে চাই। এরপর নগর উন্নয়নে যেসব কাজ করা হবে সেগুলো ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী করা হবে। আমি চাই প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশালকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে।’

সাদিক বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো বরিশাল নগরবাসীর চাওয়া-পাওয়া পূরণ করতে। প্রতিটি মানুষের অধিকার বা জায়গা আমার কাছে সমান থাকবে। আমি একজন সেবক হয়ে কাজ করতে চাই।’ বরিশালের নবনির্বাচিত নগরপিতা বলেন, ‘এ বিজয় জননেত্রী শেখ হাসিনার, এ বিজয় নৌকার। যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচন করলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য যারা সহায়তা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই।’

সাদিক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে কাজ করেছেন, তা আমাদের চাওয়ার আগে করেছেন। ভবিষ্যতেও যা দেয়ার তা তিনি নিজে থেকেই আমাদের দেবেন। বরিশালে রাজনৈতিক সহাবস্থান রয়েছে উল্লেখ করে তিনি এই অবস্থা বজায় রাখার কথা জানান।

‘যেহেতু এই শহরের মানুষই আমাকে নির্বাচিত করেছে সেখানে দল-মত নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করবো। আমার কাছে সকল মানুষের প্রধান্য থাকবে।’ এ সময় প্রয়োজন হলে নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের কাছে উপদেশ নিতে যাবেন বলে জানান তিনি। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটেনি যে প্রশ্নবিদ্ধ হবে। আর যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা সবকিছুই কাউন্সিলর প্রার্থীদের মাঝে হয়েছে।

দেখা হয়েছে: 762
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪