|

কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১০ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিতঃ ৩:৪৪ পূর্বাহ্ন | মার্চ ২২, ২০১৮

অনলাইন বার্তাঃ

ভারতের কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংষর্ষে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্য, তিন সেনা সদস্য এবং পাঁচ জঙ্গি রয়েছেন। বুধবার ভারতের রাজ্য পুলিশের এক কর্মকর্তা এই সংষর্ষের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ভারতের রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত দুই পুলিশ সদস্যরা হলেন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) মোহম্মদ ইউসুফ, সিলেকশন গ্রেড কনস্টেবল দীপক থেসো। অন্যদিকে নিহত তিন সেনা সদস্যদের মধ্যে দুই জনকে এখনও পর্যন্ত সনাক্তকরণ করা হয়েছে। তারা হলেন ১৬০ নম্বর টেরিটোরিয়াল আর্মির সিপাই আসরাপ রাঠের, ৫ নম্বর বিহার রেজিমেন্টের নাইক রঞ্জিত খোলা।

কুপওয়ারার সিনিয়র পুলিশ সুপার শামসের হুসেন জানান ‘ঘটনাস্থল থেকে পাঁচ জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে’। যদিও পুলিশ সূত্রে খবর নিহত ওই ৫ জঙ্গিই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকাল থেকে দক্ষিণ কাশ্মীরের কুপওয়ারায় দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই তাদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহলদারি বাহিনী।

এরপরই তাদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীর সদস্যরাও। ঘটনাস্থল থেকে একে-৪৭, গ্রেনেডসহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দেখা হয়েছে: 483
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪