|

মাদারীপুরে কৃষকের বিড়ম্বনা

প্রকাশিতঃ ১২:১৩ পূর্বাহ্ন | মে ২৬, ২০১৯

মাদারীপুরে কৃষকের বিড়ম্বনা

নিজস্ব প্রতিনিধিঃ ধান কাটতে আর বেচতেও কৃষকের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিছু কিছু এলাকায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না। বহু কষ্ট করেও যারা ধান কাটাচ্ছে তারা বাজারে ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকের মুখে হাসি নেই।

কৃষকরা খুবই হতাশার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। কৃষকের প্রতি মণ ধান ঘরে তুলতে খরচ হচ্ছে ৬শ টাকা থেকে ৭শ টাকা। আর বাজার মূল্য রয়েছে মাত্র সাড়ে ৪শ থেকে সাড়ে ৫শ টাকা পর্যন্ত।

মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা এখন খুবই ব্যস্ততার সাথে জমি থেকে বোরো ধান কাটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চলছে বোরো ধান মাড়াই।

কৃষক পরিবারের নারী-পুরুষসহ সব সদস্যই ধান সংগ্রহের কাজে ব্যস্ত। কিন্তু কৃষকের মুখে হাসি নেই। হতাশা নিয়েই ধান সংগ্রহের কাজ করছেন। জেলা কৃষি দফতর সূত্রে জানা যায়, এবার জেলার কালকিনি, রাজৈর, শিবচর ও সদর উপজেলায় স্থানীয় বোরো ধানের আবাদ হয়েছে তিন শত আটান্ন হেক্টর জমিতে।

বোরো উফশী আবাদ হয়েছে বত্রিশ হাজার একশ সাত হেক্টর জমিতে। বোরো হাইব্রিড চাষ হয়েছে তিন হাজার দুইশ চৌদ্দ হেক্টর জমিতে। আবাদ বিগত বছরের তুলনায় কিছুটা কম হলেও ধানের ফলন হয়েছে অন্য বছরের তুলনায় অনেক ভালো। মস্তফাপুরের কৃষক মোতালেব হাওলাদার বলেন, এ বছর বোরো ধানের ফলন বিগত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। কিন্তু ধান কাটার জন্য আমারা কৃষাণ পাচ্ছি না। দু-একজন পাইলেও তাদের দৈনিক তিন বেলা খাবার খাওয়াইয়ে ৫০০ থেকে ৭০০ টাকা দিতে হচ্ছে। যা আমাদের জন্য ব্যয়বহুল।

খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কৃষক সেকান্দার আলী বলেন, খুব কষ্ট করে জমি থেকে ধান বাড়িতে নেয়া হচ্ছে। ধানের ফলন ভালো হলেও দাম কম থাকায় আমরা খুব হতাশার মধ্যে আছি। প্রতি মণ ধান উৎপাদনে আমাদের খরচ হয়েছে প্রায় ৬শ টাকা থেকে ৭শ টাকা। আর বাজার মূল্য রয়েছে মাত্র সাড়ে ৪শ থেকে সাড়ে ৫শ টাকা পর্যন্ত। সরকার যদি ধানের দাম না বাড়ায় তা হলে আগামীতে কোনো কৃষক ধানের আবাদ করবে না। আমরা সাধারণ কৃষকরা ধানের ন্যায্য মূল্য চাই।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি.এম.এ. গফুর বলেন, ধানের ফলন যাতে ভালো হয়, সে জন্য আমরা কৃষকদের বিভিন্ন দল করে প্রশিক্ষণ দিয়ে থাকি। এ বছরে জেলার সব উপজেলাই ধানের ফলন খুব ভালো হয়েছে। আমরা আশা করি এ বছর ধানের ভালো ফলন হবে। কিন্তু বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা হতাশার মধ্যে আছেন। তামাশার মধ্যে আছেন।

দেখা হয়েছে: 427
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪