|

কোল্ডড্রিংক্সের সাথে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিকেলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর গ্রামের আক্তার মাতুব্বর ছেলে আশরাফ মাতুব্বরের (২৭) বিরুদ্ধে একই এলাকার বাড়ির পাশের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে ওই স্কুলছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে স্কুলছাত্রীর পরিবার। ধর্ষণের শিকার ওই ছাত্রী কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বড় ভাই বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার বোন পাশে চাচার বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এ সময় আশরাফ আমার বোনকে কৌশলে কোল্ডড্রিংক্সের সাথে অচেতন করার ওষুধ মিশিয়ে খাওয়ায়। এতে সে অচেতন হয়ে পড়লে আশরাফ তাকে বাড়ির পিছনে নিয়ে রাতভর ধর্ষণ করে। সারারাত আমরা বোনকে খুঁজতে থাকি। ভোররাতে আমরা বাড়ির পিছন থেকে আশরাফ ও বোনকে উদ্ধার করি।

এ সময় আমরা পুলিশকে খবর দিলে কৌশলে আশরাফ পালিয়ে যায়। পরে বোনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি। আমি আমার বোনের ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুব আবির বলেন, একটা মেয়ে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কালিকাপুর এলাকা থেকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে ধর্ষনকারীকে আইনের আওতায় আনা হবে।

দেখা হয়েছে: 562
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪