|

খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব ফণিভূষণ কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৪৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৩, ২০১৯

খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব ফণিভূষণ কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব, সমাজ সেবক ও গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফণিভূষণ কর্মকারের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরের নাটমন্দিরে গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির আয়োজনে ফণিভূষণ কর্মকারের প্রয়াণে মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন দৈনিক সমকালের উপ-সম্পাদক, গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, আগৈলঝাড়া অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, বরিশাল শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা দাশগুপ্ত আশিষ কুমার, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. অমিত দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটু, বিজয় গুপ্তের মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, এ্যাড. পবিত্র দাস, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, কবির হোসেন তালুকদার, কমল কর্মকার, সুমন কর্মকার।

এসময় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নকীব আকরাম, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, আভা মুখার্জী, কবি অবিচল আ. মান্নান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অব: শিক্ষক স্বপন কুমার মন্ডল।

উল্লেখ্য, সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক ও সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহকারী, সাবেক ক্রীড়াবিদ ফণিভূষণ কর্মকার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৩১ আগস্ট বরিশাল আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনি:শ্বাস ত্যাগ করেন।

দেখা হয়েছে: 502
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪