|

গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৮:৫২ অপরাহ্ন | এপ্রিল ২৯, ২০১৯

গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের লোকজন  মানববন্ধন করেছে।

উপজেলা শ্রমিকলীগের আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার সহযোগিতায় গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যাšত রানী, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মতিয়ার রহমান, নুরল আমিন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল হোসেন ফটিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আউয়াল পাভেল, আজিজুল ইসলাম, লক্ষীটারী ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম রব্বানী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার ওর্য়াকাস পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জাহেদুল ইসলাম, যুবলীগের পক্ষে সাজেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মজিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্তে চর ইশোর এলাকায় ২৫৪ দশমিক ২৩ একর খাস জমি নির্বাচন করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য সরকারের এসডিজির কাছে প্রস্তবনা পাঠায়। এর প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ সরকারের এসডিজির প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শনে এলে এলাকার একটি মহল সেখানে লাঠি-সোটায় বিক্ষোভ করে।

আর এ কারনেই গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে না আশংকা লোকজনের মাঝে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন ¯তরের লোকজন দ্রুত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মোস্তাফিজার রহমান মোস্তফা ও জমিদার রহমান টাইগার বলেন, জননেত্রী শেখ হাসিার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের কল্যাণে দেশে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু সরকার বিরোধী একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে করে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাতিল করার বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।

তারা আরো বলেন, অর্থনেতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সেখানে হালকা ,মাঝারি,ও ভারী শিল্প কল-কারখানা তৈরি হবে। এ অঞ্চলের বেকার জনগোষ্ঠীর প্রায় লক্ষাধীক মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে। অপরদিকে এর আগে লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একই দাবিতে স্বারকলিপি প্রদান করেন।

দেখা হয়েছে: 510
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪