|

গঙ্গাচড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কাটেনি পানিবন্দি মানুষের দুর্ভোগ

প্রকাশিতঃ ৭:১৩ অপরাহ্ন | জুলাই ১৪, ২০১৯

গঙ্গাচড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কাটেনি পানিবন্দি মানুষের দুর্ভোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় থাকায় কাটেনি পানিবন্দি মানুষের দুর্ভোগ। অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ছিলো।

গতকালও ২০ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। ফলে তারা অতিকষ্ঠে জীবন-যাপন করছে। উপজেলার তিস্তা কবলিত ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ চর এলাকা তলিয়ে বন্যার সৃষ্টি হলে ১০ হাজারেও অধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে থাকা মানুষজন কোন রকম খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করছে। টানা পানিতে তলিয়ে থাকা বিভিন্ন আবাদী ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এছাড়া পুকুর, মৎস খামারে মাছতো ভেসে গেছে। পানিবন্দি এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে মানুষের চরম সমস্যা হয়েছে। ওইসব এলাকার মানুষ পানিবন্দি মানুষগুলো ভেলা বানিয়ে ও ছোট নৌকায় চলাচল করছে। বন্যা কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এদিকে পানিবন্দি মানুষের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে নিয়ে বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। তাছাড়া চিকিৎসা সেবার জন্য গঠন করা হয়েছে মেডিকেল ডিম।

উপজেলার কোলকোন্দ ইউনিয়নের খলাইরচর, পশ্চিম চিলাখাল চর, চিলাখালচর, মটুকপুরচর, বিনানিবা চর, সাউদপাড়া বাঁধের ধার, উত্তর কোলকোন্দ চর ও বাঁধের ধার, কুড়িবিশ্বা বাঁধের ধার, মর্নেয়া ইউনিয়নের আলাল চর, আলমার বাজার বাঁধের ধার, নরশিং, তালপট্টি, নীলারপাড়, লক্ষীটারীর বাঘের হাট, টাউরাশের চর, ইশরকুলচর, কলাগাছি চর, কেল্লারপাড় ও বাঁধের ধার, নোহালী ইউনিয়নের চর নোহালী, বাঘডোহরা চর, বৈরাতি বাঁধের ধার, মিনার বাজার, আলমবিদিতরের হাজীপাড়া, ব্যাংকপাড়া ও বাঁধের ধার, গঙ্গাচড়া ইউনিয়নের ধামুর, বোল্লার পাড় ও গান্নার পাড় বাঁধের ধার, গজঘন্টা ইউনিয়নের রাজবল্লব বাঁধের চর, রামদেব, কামদেব, বালাটারী, ছালাপাকচর, গাউছুয়ার বাজার, চরাঞ্চলসহ ইউনিয়নগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ১০ হাজারের অধিক পরিবার পানিবন্দি হয়ে আছে।

পানিবন্দি জয়নাল, সুরজা,মিনুল, সহিদার, মমিনুর, ছাদেকুল, ভোম্বল, নুর ইসলাম, গাজিউর, মিনু, নজরুল, মালেক, গোলজার, মেছের, নুর নবী, মন্টুদা, আয়শা জানান, গত ৩ দিন ধরে আমরা পনিবন্দি অবস্থায় আছি। সাউদ পাড়া বহুমূখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রোকন-উজ্জামান বলেন, মাদরাসায় পানি উঠায় সাময়িক বন্ধ রাখা হয়েছে।

কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু বলেন, তার ইউনিয়নের প্রায় আড়াই হাজারের বেশী পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারকে বিভিন্নভাবে সহায় করছেন। উপজেলা নির্বাহী অফিসারের তাসলীমা বেগম জানান, পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪