|

গঙ্গাচড়া, কোলকোন্দ, বেতগাড়ী, মর্ণেয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিতঃ ৫:৫৯ অপরাহ্ন | মে ০১, ২০১৯

উন্মুক্ত বাজেট

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া, কোলকোন্দ, বেতগাড়ী ও মর্ণেয়া ইউপি’র ২০১৯-২০২০ সালের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়নে এই উন্মুক্ত বাজেট ও প্রাক আলোচনা অনুষ্ঠিত হয়।

গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ আব্দুল মোন্নাফ। বাজেটে রাজস্ব আয় ১৪,৭৮,৬০০ টাকা। উন্নয়ন আয় ২,২৭,৫১,৫০০ টাকা, মোট আয় ২,৮৭,৩০,১০০ টাকা, ব্যয় ২,৮৬,৮০,১০০ টাকা। উদ্ধৃত্ত ৫০ হাজার টাকা।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব আলী রাজুর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ এরশাদ আলম। বাজেটে রাজস্ব আয় ১,০০,৯,১৫০ টাকা, উন্নয়ন আয় ২,৪১,৩২,৩৫০ টাকা, মোট ২,৫১,৪১,৫০০ টাকা, ব্যয় ২,৫০,৯০,৫০০ টাকা, উদ্ধৃত্ত ৫০ হাজার টাকা।

বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপটন প্রামানিকের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আতিয়ার রহমান। রাজস্ব আয় ১৪,২৫,৩০০ টাকা, উন্নয়ন আয় ২,৬০,০২,২০০ টাকা, মোট আয় ২,৭৪,২৭,৫০০ টাকা। মোট ব্যয় ২,৭৩,৮০,০০০ টাকা, উদ্ধৃত্ত ৪৭,৫০০ টাকা।

মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক আলী আজাদ এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আব্দুর রাজ্জাক। রাজস্ব আয় ৭,৮৫,০০০ টাকা, উন্নয়ন আয় ২,১২,৭২,০০১ টাকা, মোট আয় ২,২০,৫৭,০০১ টাকা, মোট ব্যয় ২,২০,২৪,০০১ টাকা। উদ্ধৃত্ত ৩৩ হাজার টাকা।

বাজেট সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যা ও সুধিজন উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 783
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪