|

গোদাগাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিতঃ ৩:১৩ অপরাহ্ন | এপ্রিল ১৪, ২০১৮

গোদাগাড়ীতে-পহেলা-বৈশাখ-Godavari, on the occasion of Pahela Boishakh, Mangal procession, cultural program

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বাঙ্গালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশের ন্যায় দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পান্তা পরিবেশন অনুষ্ঠান।

সকাল ৮টায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,রাজনৈতিক নেতা কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের শহীদ ফিরোজ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

গোদাগাড়ীতে-পহেলা-বৈশাখ-Godavari, on the occasion of Pahela Boishakh, Mangal procession, cultural program

শোভাযাত্রায় অংশ নেন গোদাগাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনগুলো তারা তাদের নিজস্ব ব্যানারে বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশগ্রহন করে। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে বাঙ্গালী সংস্কৃতির সাথে পহেলা বৈশাখের ঐতিহ্যের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা।

গোদাগাড়ীতে-পহেলা-বৈশাখ-Godavari, on the occasion of Pahela Boishakh, Mangal procession, cultural program

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক, সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেন, পৌর আ’লীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী,প্রাক্তন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, প্রমুখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ মিলনায়তে পান্তা পরিবেশন অনুষ্ঠিত হয়।

দেখা হয়েছে: 435
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪