|

গৌরনদীকে জেলা ঘোষণার দাবী আবুল হাসানাত আবদুল্লাহ’র

প্রকাশিতঃ ৮:৫৪ অপরাহ্ন | জুন ২৪, ২০১৯

গৌরনদীকে জেলা ঘোষণার দাবী আবুল হাসানাত আবদুল্লাহ’র

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ সরকারের কাছে গৌরনদীকে জেলা ঘোষণার দাবী জানিয়েছেন।

২২ জুন বাজেটের উপর বক্তৃতা প্রদানের সময়ে তিনি এই দাবী জানান। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য ভূমিকায় একসময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সংগঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন আবুল হাসানাত আবদুল্লাহ।

তিনি বলেন, শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি জনগনকে ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন, শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় আমার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়েছে।

এ শান্তিচুক্তির ফলে মাননীয় প্রধানমন্ত্রী ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ করেছেন। অশান্ত পার্বত্য অঞ্চলে আজ শান্তির সুবাতাস বইছে। ভারতের সাথে ৩০ বছরের জন্য গঙ্গার পানি চুক্তি হয়েছে। সমুদ্র বিজয় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দীর্ঘ ৪১ বছরের ছিটমহল সমস্যা নিরসন হয়েছে।

আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় বিগত ১০ বছরে বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপির রেখে যাওয়া ৪ হাজার ৩৮৫ মেগাওয়াট বিদ্যুৎ থেকে এখন ২১ হাজার ৬২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জনগণ লোডশেডিংয়ের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। এককোটি মানুষের কর্মসংস্থানের জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।

কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ভৌত অবকাঠামো, আইসিটি ও যোগাযোগ, বৈদেশিক কর্মসংস্থানসহ প্রতিটি সেক্টরের সাফল্য চোখে পড়ার মত। শুধুমাত্র দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে যেসব কাজ করা হয়েছে তার কয়েকটি চিত্র হলো- বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, বরিশাল শিক্ষা বোর্ড স্থাপন করা হয়েছে, বরিশালে শহীদ আবদুর রব সেনিয়াবাত টিসার্স ট্রেনিং কলেজ স্থাপন করা হয়েছে, বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা, বরিশালকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, দোয়ারিকা-শিকারপুর সেতু নির্মাণ, বরিশালে কীর্তনখোলা নদীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, আগৈলঝাড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, গৌরনদীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, আগৈলঝাড়া কোটালীপাড়া সড়কে পয়সারহাট সেতু, গৌরনদী-আগৈলঝাড়া-কোটালীপাড়া সড়ক, পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীতে মেডিকেল কলেজ স্থাপন, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র স্থাপন, ঝালকাঠীতে গাবখান সেতু, লেবু খালী সেতু, ঢাকা কুয়াকাটা সড়কে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল সেতু স্থাপন।

আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলে যেসব উন্নয়ন কাজ দরকার তা উল্লেখ করতে গিয়ে বলেন, ‘১৯৭৪ সালে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী প্রয়াত ফণীভূষন মজুমদার আমার মরহুম পিতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর সাথে বরিশালের গৌরনদী উপজেলা সফরকালে গৌরনদীকে জেলায় উন্নীতকরণের ঘোষণা দিয়েছিলেন।

গৌরনদীকে জেলায় উন্নীতকরণের জন্য আমি ১৯৯৬ সাল হতে এ পর্যন্ত বহুবার এই মহান সংসদে দাবী উপস্থাপন করেছি, কিন্তু এখন পর্যন্ত গৌরনদীকে জেলায় উন্নীত করা হয়নি।গৌরনদীকে জেলা ঘোষনার বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

‘দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণকে উৎসাহিত করতে ২০১৫-১৬ অর্থ বছরের জাতীয় বাজেটে দেশের সম্ভাবনাময় এলাকাসমূহে ৩০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

এরমধ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ৮নং ক্রমিকে একটি অর্থনৈতিক জোন অনুমোদন দেয়া হয়েছে। আগৈলঝাড়া অর্থনৈতিক জোন স্থাপনের জন্য প্রায় চার বছর আগে ৩০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যে সীমানা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বেশকিছু অর্থনৈতিক অঞ্চল নির্মানের কাজ শেষ হলেও আগৈলঝাড়ার অর্থনৈতিক অঞ্চলটির কাজ শুরু হয়নি।’

‘২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী বরিশাল সফরকালে বরিশালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। এখন পর্যন্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়নি। আমি জরুরী ভিত্তিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বরিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার প্রস্তাব করছি।’

‘বরিশাল একটি নদী মাতৃক উপকূলীয় অঞ্চল। এখানে গ্যাস সরবরাহের কোন ব্যবস্থা নাই। সম্প্রতি ভোলা জেলায় গ্যাস সঞ্চালনের প্রক্রিয়া শুরু হয়েছে। ভোলা থেকে পাইপ লাইনের মাধ্যমে বরিশালে গ্যাস সরবরাহ করার জন্য অনুরোধ করেন আবুল হাসানাত আব্দুল্লাহ।’

‘আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে বরিশাল জেলার গৌরনদীতে ৩৩ কেভি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন হয়েছিল; কিন্তু বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর সেই বিদ্যুৎ কেন্দ্র সিলেটে স্থানান্তর করা হয়। আমি আপনার মাধ্যমে গৌরনদীতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবী জানাচ্ছি।’

‘বরিশাল একটি বিমান বন্দর রয়েছে। সপ্তাহে ৫দিন এখানে বিমান চলাচল করে। লাইটিং ব্যবস্থা না থাকায় এখনে রাতের বেলায় বিমান উঠা-নামা করতে পারে না। তাই বরিশাল বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের বিমান বন্দরে উন্নীতকরণসহ জরুরী ভিত্তিতে লাইটিং ব্যবস্থা নিশ্চিতকরনের জন্য মাননীয় বিমান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

‘পদ্মা সেতু চালু হলে দক্ষিণা লের যানবাহনের চাপ বহুগুন বাড়বে। ঢাকা বরিশাল পায়রা বন্দর ফোর লেনের কাজ দ্রুত গতিতে শেষ করা প্রয়োজন। তাছাড়া রেল লাইনের কাজ দ্রুত গতিতে শেষ করার জন্য সড়ক পরিবহণ ও রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

দেখা হয়েছে: 671
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪