|

গৌরীপুরে ১২ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিতের নির্দেশ

প্রকাশিতঃ ৮:৫১ অপরাহ্ন | এপ্রিল ৩০, ২০১৯

গৌরীপুরে ১২ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিতের নির্দেশ

আরিফ আহমেদ, গৌরীপুরঃ যাচাই-বাছাইয়ের পর ময়মনসিংহ গৌরীপুরে সন্দেহভাজন ১২ জন মুত্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।  গত ২৪ এপ্রিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম মোহসীন রেজা স্বাক্ষরিত (স্মারক নং ৪৮.০০.০০০০.০০২.৩৪.০০২.১২.৩৪০) পরিপত্রে এ নির্দেশ দেয়া হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বে-সামরিক গেজেট ও বাহিনী গেজেট এগুলোর মধ্যে যে কোন একটিতে নাম উল্লেখ থাকলে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তির যোগ্য বিবেচিত হবেন। এর বাইরে যারা আছেন, পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত তাদের সম্মানী ভাতা বন্ধ থাকবে।

আরো উল্লেখ করা হয়- মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হতে সনদধারী কোন ব্যক্তি/ব্যক্তিগণকে বা এ মন্ত্রণালয় হতে যাঁদের নামে মুক্তিযোদ্ধা সনদ/মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র ইস্যু করা হয়েছে, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তাদের উপরোক্ষ ৪টির (চার) যে কোন একটিতে তাঁদের নাম অবশ্যই থাকতে হবে। এ বিষয়টি প্রমাণের জন্য কাগজপত্র জমা দিতে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।

গৌরীপুরে উপজেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক (না মঞ্জুর) প্রাথমিকভাবে সম্মানী স্থগিতকৃতরা হলেন-

১। মো: নাজিম উদ্দিন, পিতা মৃত. জহুর আলী, গ্রাম. মহিশ্বরণ।
২। মো: আসাদ উল্লাহ সেলিম, পিতা মৃত. এ এইচ হুমায়ুন কবির, গ্রাম: মহিশ্বরণ।
৩। মো: মজিবুর রহমান, পিতা মৃত. হেকিম মফিজ উদ্দিন আহমেদ, গ্রাম. অচিন্তপুর।
৪। মৃত আব্দুল কদ্দুছ, পিতা মৃত. হোসেন আলী সরকার, গ্রাম. খোদাবক্সপুর, তার পক্ষে আবেদন করেছিলেন তার ছেলে গোলাম ফরিদ আহমেদ।
৫। মৃত আব্দুছ ছোবান, পিতা মৃত. শমসের আলী, গ্রাম. ফুলবাড়িয়া শাহগঞ্জ, তার পক্ষে আবেদন করেছিলেন তার স্ত্রী আয়েশা খাতুন।
৬। আবুল কাশেম আকন্দ, পিতা মৃত. আমছর আলী আকন্দ, গ্রাম. খোদাবক্সপুর।
৭। মৃত আব্দুল গণি মন্ডল, পিতা মৃত. জহুল আলী মন্ডল, গ্রাম. মরিচালী, তার পক্ষে আবেদন করেছিলেন তার স্ত্রী জাহানারা মন্ড।
৮। মো: আব্দুল বারেক আকন্দ, পিতা মৃত. ফয়েজ উদ্দিন আকন্দ, গ্রাম. খোদাবক্সপুর।
৯। মৃত শচীন্দ্র চন্দ্র সরকার, পিতা মৃত. নগেন্দ্র চন্দ্র সরকার, গ্রাম. পুরুহিত পাড়া, তার পক্ষে আবেদন করেছিলেন তার স্ত্রী ছায়া রাণী।
১০। মো: আব্দুল হাকিম, পিতা মৃত আব্দুর রহমান, গ্রাম. সুতিরপাড়।
১১। মৃত আব্দুল জলিল, পিতা মৃত. হোসেন আলী, গ্রাম. গজারিয়া পাড়া, তার পক্ষে আবেদন করেছিলেন তার ছেলে ছাইদুল ইসলাম।
১২। আব্দুল গণি তালুকদার, পিতা মৃত. নবি হোসেন, গ্রাম. বেলতলী।

প্রাথমিকভাবে সম্মানী ভাতা স্থগিতকৃতরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর আপিল দায়ের করতে পারবেন।

গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গৌরীপুরে প্রকৃত ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা আরো অনেক বেশি, অভ্যান্তরিন কিছু সমস্যার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

দেখা হয়েছে: 1052
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪