|

গৌরীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ ৯:৫৬ অপরাহ্ন | মে ২৪, ২০১৯

গৌরীপুর মডেল মসজিদ

আরিফ আহমেদ, গৌরীপুরঃ সরকারের ঘোষিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি ময়মনসিংহ গৌরীপুর সরকারি কলেজের জায়গায় নির্মাণের দাবীতে শুত্রবার (২৪ মে) জুম্মার নামাজের পর কালীপুর মোড়ে বিভিন্ন মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

গৌরীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কালীপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ জেলা (উত্তর) সেচ্ছ্বাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, ময়মনসিংহ জেলা (উত্তর) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল প্রমুখ।

আলোচনা পর্বে বক্তারা দাবী করেন- বর্তমানে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত উত্তর বাজার জামে মসজিদের জায়গা ও এর পাশের ১৯ শতক জায়গায় মসজিদটি নির্মাণ হলে সরকারের আড়াই কোটি টাকা বেশি খরচ হবে, পক্ষান্তরে গৌরীপুর সরকারি কলেজের জায়গায় নির্মাণ হলে সরকারের জমি কেনার কোন টাকা খরচ করতে হবে না। তাছাড়া মালিকানাধীন জায়গাটি নিয়ে যেহেতু জটিলতা রয়েছে, সেখানে মসজিদ নির্মান উচিত নয়।

এছাড়াও কালীপুর এলাকাটি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মডেল মসজিদটি এই এলাকায় নির্মাণ হলে এলাকার সকল শ্রেণির মানুষের যাতায়াত বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তাই সরকাবের কাছে তারা জোড় দাবী জানান- গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি কালীপুর এলাকায় তথা গৌরীপুর সরকারি কলেজের জামে মসজিদের জায়গায় নির্মাণ করা হউক।

উল্লেখ্য, সরকারি অর্থায়নে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এতে পাঠাগারসহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা থাকবে। গত ২০ ফেব্র“য়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো: সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত পরিপত্রে গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের নির্দেশনা দেয়া হয়।

সে অনুযায়ি ২০ এপ্রিল মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ময়মনসিংহ গৌরীপুর উত্তর বাজার মডেল মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পূর্বে ইসলামিক ফাউন্ডেশন এর মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম গৌরীপুর উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদ এর ৪০ শতাংশ ও এ উত্তর পার্শে¦ মালিকানাধিন ১৯ শতাংশ জায়গায় ‘মডেল মসজিদ’ নির্মাণের অনুমোদন দেন।

ভুমি জরিপ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ সকল প্রস্তুতি সম্পন্নের পর মালিকানাধীন ১৯ শতক জায়গার মালিক চারজনের একজন (আলহাজ মো: আক্কাছ আলী ভূঁইয়া) মসজিদের কাছে বিক্রির আপত্তি করায় আটকে গেছে কাজ। এ জায়গা সরকার তিনগুণ বেশি দামে ক্রয়ের আগ্রহ জানিয়েছে।

দেখা হয়েছে: 878
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪