|

জাতীয় শোক দিবস উপলক্ষে কোতোয়ালী থানায় চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিতঃ ৬:২৫ অপরাহ্ন | অগাস্ট ০৭, ২০১৯

জাতীয় শোক দিবস উপলক্ষে কোতোয়ালী থানায় চিত্রাংকন প্রতিযোগিতা

মোঃ কামাল, ময়মনসিংহঃ আগষ্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সোনার বাংলাদেশের গড়ার স্বপ্ন সারথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে। হত্যা করতে পারেনি জাতির পিতার স্বপ্নকে।

উন্নত দেশ গড়ার সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রজন্মের সারথিরা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা কেমন হবে তা চিত্রাংকনের মধ্যেদিয়ে আজ এদেশের শিশু কিশোররাও বলে দিতে পারে। দেশ পিতা তুমি সফল। তোমার দেখা স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আজ বাংলাদেশ।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ৭ আগষ্ট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগীতা হয়েছে। চিত্রাংকনের বিষয় ছিলো কেমন হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। কোতোয়ালী থানা অন্তর্ভুক্ত কয়েকটি স্কুলের ছোট ছোট শিশুরা এতে অংশগ্রহন করে।

শিশুদের সুন্দর চিত্রাংকনে উঠে আসে সবুজ শষ্য শ্যামলা প্রকৃতি, শিক্ষাঙ্গন, ডিজিটাল বাংলা, নদী, পশু পালন, স্যাটেলাইট, বঙ্গবন্ধুর ছবি। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসারবৃন্দ।

চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে তানিশা তাবাসসুম ইহা, দ্বিতীয় মোঃ সাফায়াত সামি,তৃতীয় তমা দাস। খ গ্রুপে প্রথম হয়েছে আল ফারাবি খান, দ্বিতীয় হাসান মাহমুদ খান, তৃতীয় কাব্য চন্দ্র শীল। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন সদর সার্কেল আল আমিন। এসময় প্রতিযোগী শিশুদের অভিভাবক, স্কুল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দেখা হয়েছে: 964
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪