|

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিতঃ ৭:১৬ অপরাহ্ন | মার্চ ১৪, ২০১৯

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদকঃ জিতলেই সেমিফাইনাল- এমন পরিষ্কার সমীকরণ সামনে রেখেই ভুটানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারী মেয়েরা জিতেই পৌঁছে গেছে পঞ্চম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।

আজ বৃহস্পতিবার নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত এই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ভুটান নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল স্বাগতিক নেপালের কাছে। টানা দুই ম্যাচ হেরে আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামী শনিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের কাছে হারলেও শেষ চারে খেলবে বাংলাদেশের মেয়েরা।

এদিন বাংলাদের জয়ে দুটি গোল করেন মিশরাত জাহান মৌসুমী ও সাবরিনা খাতুন। ম্যাচের ৪৭ মিনিটে মৌসুমীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন সাবরিনা।

ইনজুরি সময়ে তহুরা খাতুন দারুণ একটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরো বড় হতে পারত। ফাকা পোস্টে একটি বল পেয়েও তিনি জালে জড়াতে পারেননি। তাঁর শট সাইডবার ঘেষে বাইরে চলে যায়।

সাফে মেয়েদের ফুটবলে ভুটানের কাছে কখনই হারেনি বাংলাদেশের মেয়ারা। এর আগে দুবারের দেখায় দুবারই জিতেছিল লাল-সবুজের দল। এবার জয়ের উল্লাস করে তারা।

 

দেখা হয়েছে: 474
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪