|

জীবন নিয়ে সংগ্রাম-মোঃ ফিরোজ খান

প্রকাশিতঃ ৯:৩৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ১০, ২০১৯

জীবন নিয়ে সংগ্রাম-মোঃ ফিরোজ খান

জীবন নিয়ে সংগ্রাম-মোঃ ফিরোজ খান

দেশ নিয়ে যুদ্ধ করেই কি সংগ্রাম শেষ?
কিন্তু বড় সংগ্রাম তো জীবনের বাস্তবতা নিয়ে!
যার মর্ম এখন বুঝতে পারি খুবই সহজে
জীবনের তাড়নায় জর্জরিত হ‌ই প্রতিটি সময়।

দেশ স্বাধীন হয়েছে সত্য, তবে আমরা কি স্বাধীন?
প্রতিটি মূহুর্তে যে যন্ত্রণা পেয়ে থাকি তা কঠিন!
জীবন সংসারে প্রয়োজন অনেক কিছুর,
যা সত‍্যিই যুদ্ধের চেয়ে একটুও কম নয়।

রক্ত ঝড়িয়ে, জীবন দিয়ে একদিন দেশ স্বাধীন হয়
কিন্তু জীবন নিয়ে সে যুদ্ধহয়ে থাকে তার শেষ নেই
মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে অবিরাম ভাবে
তাইতো মাঝে মধ্যে সংসার থেকে পালিয়ে বেড়াই।

এই সংগ্রাম সত্যিই বড় কষ্টের হয়ে থাকে
শুধুমাত্র টাকা-পয়সার হিসেব মেলাতে গিয়েই!
যখনই কোনো চাহিদা মেটাতে অপারক হ‌ই
তখনই যন্ত্রণায় ছটফট করতে হয় প্রতিটি মুহূর্ত‍।

ভালো নাগে না!কিছুই অনেক ক্লান্ত মনে হয়
তবুও পালাতে পারিনা জীবনের সংগ্রাম থেকে
পিছু পিছু কে যেনো ডাকে খুব করুন সুরে
তখনই মনে কিসের মায়ায় যেনো জড়িয়ে আছি?

তবুও সংগ্রাম করে বাঁচতে চাই একটু সুখ নিয়ে
বেশি কিছু চাইনা এই জীবন সংগ্রামের জন্য
শুধুমাত্র একটু বাসস্থান ও একমুঠো ভাত চাই
যা হবে আমার জীবন যুদ্ধের বড় ধরনের জয়।

দেখা হয়েছে: 968
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪