|

জীবন পেয়েছি,মরণের আশায়–মো: ফিরোজ খান

প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৯

জীবন পেয়েছি,মরণের আশায়--মো: ফিরোজ খান

মরতে হবে সকল মানবের ওপারে যেতে
মরণের নেইতো কোনো জাত-ভেদাভেত
সৃষ্টি মানব একই রূপে হয় রূপান্তরিত
জীবনের কাছে তবুও মরণ থাকে পরাজিত।

জন্মের পরেই হয়ে থাকে বংশের পরিচয়
পার্থক্য থাকে তবুও মানবের উচুঁ-নিচু,বংশের
বসবাস করে অট্টালিকায় পায়না তবু সুখ
কেউ থাকে কুড়ে ঘরে সুখ থাকে সংসারে।

নানা গন্ধ,নানা স্বাদ থাকে জীবন চালনায়
মানবের জীবন গঠনই হয় এমন
জীবন থাকে আলো-অন্ধকারে মিশে
ভালো কাজে সুখ থাকে মানবের মনে।

জীবন সাধনায় থাকে সকলেই মশগুল
তবুও থেকে যায় কিছু বঞ্চিত মানব জীবন
গাছে ফুল ফুটে পায়না কভূ ফুল সুরভী তার
জীবনের সাথে থাকে মিশে মৃত্যুর ভুবন।

নিয়মের সাথেই পৃথিবী ঘুরবে আজীবন
মরণের থাকেনা কভূ কখনও কোনো নিয়ম
সকাল-বিকাল,দুপুর সন্ধ্যা চলে সকলের জীবন
মরণের নেই নিয়ম আসে মরণ যখন-তখন।

ধনী-গরীব,রাজা-বাদশা থাকে সবার রূপের ধরণ
মরণের বর্ণ হয়না ফর্সা হয়ে যে মরণ একই রকম
এসেছি যেভাবে হবে যেতে চলে একইভাবে
সঙ্গী হবে মৃত্যুর সাথি শুধুই একাকীত্ব জীবন।

জীবনে থাকে রঙ্গ,স্বাদ,যজ্ঞ,ও নির্বিকার মিশে
থাকেনা শুধুমাত্র জীবনে কোনো কাজের ধরণ
জীবনের সাথেই থাকবে শুধু জয়-পরাজয় বরণ
জীবন হয় বহুরূপী মরণ হয় জীবনের আপন।

দেখা হয়েছে: 719
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪