|

তাহেরপুরে আটক ইয়াবা ব্যবসায়ী শরিফুলকে জেলহাজতে প্রেরন

প্রকাশিতঃ ৮:০৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ইয়াবাসহ আটক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরন করেছে তাহেরপুর ফাঁড়ি পুলিশ। বুধবার দুপুরে তার বিরুদ্ধে বাগমারা থানায় আইনগত মামলা প্রক্রিয়াধিন শেষে রাজশাহী জেলহাজতে সোপর্দ করা হয়। আটক শরিফুল ইসলাম (৩৮) উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মালিপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। তিনি তাহেরপুর বাজারে মনোহারি পট্রিতে জুতা স্যান্ডেল দোকান করেন। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তিনি উপজেলার তাহেরপুর পৌরসভাধীন মুর্গাদহ ব্রীজের ওপর অবস্থান নেয়। এসময় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী শরিফুল ইসলাম তাহেরপুর বাজারের দোকান থেকে ব্যবসা শেষে মঙ্গলবার রাত ১০ টার দিকে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি মালিপাড়া যাওয়ার পথে মুর্গাদহ ব্রীজের ওপর আসা মাত্র তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা ২৩৯ পিচ ইয়াবার একটি প্যাকেট,টিভি এস ১০০ সিসির একটি মোটরসাইকেল, পুরাতন স্যাসফোনি একটি মোবাইল ফোন ও নগদ ২৯০ টাকা উদ্ধার করা হয়। এসআই লুৎফর রহমান আরো জানান, আটকৃত ইয়াবা ব্যবসায়ী শরিফুল ইসলাম দির্ঘদিন ধরে তাহেরপুর বাজারে অবস্থিত মনোহারি পট্রিতে তার জুতা স্যান্ডেল দোকানের আড়লে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন। এছাড়া ইয়াবা ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান তার স্ত্রী রোকসানা খাতুন রাজশাহী জেলা জজ কোর্টের এ্যাডভোকেটের কাজ করেন। এবং বুধবার দুপুরে তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।#

দেখা হয়েছে: 362
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪