|

নওগাঁয় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

প্রকাশিতঃ ২:৩৮ অপরাহ্ন | নভেম্বর ২৯, ২০১৮

অনলাইন বার্তাঃ

নওগাঁর মান্দা উপজেলায় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতিসহ বাচ্চা দু’টি সুস্থ রয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ফয়সাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে জোড়া লাগানো শিশু দু’টি জন্ম হয়।

ওই উপজেলার চককামদেব গ্রামের সবুজ হোসেন সরদারের স্ত্রী ফরিদা বেগমের (২৫) অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে শিশু দু’টি জন্ম দেন।

ফয়সাল ক্লিনিকের চিকিৎসক আব্দুস সোবহান জানান, সিজারিয়ানের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া লাগানো যমজ কন্যাশিশুর বের করেন চিকিৎসকরা। অপারেশনের পর প্রসূতি ও বাচ্চা দু’টি সুস্থ রয়েছে। পরে আধুনিক চিকিৎসার জন্য শিশু ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামে) হাসপাতালে পাঠানো হয়েছে।

আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে শিশু দু’টিকে আলাদা করা সম্ভব বলেও জানান তিনি।

এদিকে জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে শিশু দু’টিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায় ওই ক্লিনিকের সামনে।

দেখা হয়েছে: 752
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪