|

নারী শক্তি “তাসমিয়া রহমান শুচী”

প্রকাশিতঃ ৪:৫৩ অপরাহ্ন | মার্চ ১১, ২০১৯

নারী শক্তি তাসমিয়া রহমান শুচী

নাকের ডগায়
চোখের জল!
আরে ও নারী
তোর আজ নাইকি বল?
কে কারিলো তোর বাক শক্তি?
তুই অবলা কে দিলো সেই যুক্তি?
কখনও কি নিজেরে জিজ্ঞাসা করেছিস
এমন কোন কিছু কি আছে যা তুই না করেছিস?

না বলতে শেখ নারী না বলতে শেখ
পৃথিবী টা কেমন একবার তো প্রতিবাদ করে দেখ!

প্রথম তোর গলা টিপে ধরবে, ছিটকে ফেলবে আগুনে
তারপর তোর পায়ে শিকল দেবে হাত বেধে দেবে বাঁধনে

ও নারী তুই কি সত্যি অবলা শুধু নাকি মন ভোলাস সবার দিয়ে ছলা কলা।
কখনও নিজেরে একবার তো উওর কর আমি নারী আমি মানুষ গড়ার কারিগর।

যদি পাড়ি শরীরের রক্ত দিয়ে একটা আস্ত মানুষ গর্ভে নিতে
কেন তবে পারিবোনা নিজের অধিকার চেয়ে নিতে।



চাইলেই দেবে না কেউ! দেবে কি জানিস?অপবাদ ,অবহেলা ,অবজ্ঞা
সাথে চড়, লাথি ,গালি সে ফ্রি!
বেড়িয়ে আয় সেই আগুন থেকে, খুলে ফেল পায়ের শিকল, ছিঁড়ে দে হাতের বাধন। ভেঙে ফেল ঘরের দোড়। ।।।

মুক্ত হয়ে যা স্বাধীন হয়ে যা
জয় কর পুরো পৃথিবী,

বুজিয়ে দে দুনিয়া কে

আমি নারী
আমি সব পারি।

দেখা হয়েছে: 887
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪