|

পঞ্চগড়ে সিলগালা দোকানের তালা ভেঙ্গে সোলারের ব্যাটারী চুরি

প্রকাশিতঃ ১২:১০ পূর্বাহ্ন | জুলাই ২৩, ২০১৯

পঞ্চগড়-Panchagarh-আপরাধ বার্তা

তোফাজ্জল হোসেন, বোদা, পঞ্চগড়ঃ জেলার আটোয়ারী উপজেলাধীন বলরামপুর ইউনিয়নের বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চা-পানের দোকানদার বক্তারুলকে আটোয়ারী ভ্রাম্যমান আদালত গত ৯ জুলাই ইভটিজিং মামলায় দুই মাসের সাজা দিয়ে দোকান সিলগালা মাধ্যমে বন্ধ করে দেয়।

ইতিমধ্যে বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিস্থিতির আলোকে অভিভাবক মিটিং ডাকেন গত ২১ জুলাই রবিবার বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম (আইনুল)।

অভিভাবকদের মধ্যে নুর ইসলাম তার বক্তব্যে বলেন, বক্তারুলকে আমরা স্থানীয় ভাবে শাসন করতে পারতাম। শিক্ষিকা শিউলি আক্তার অভিভাবকদের মিটিংয়ে নিজের ভুল স্বীকার করেন। বক্তারুলের অপরাধের জন্য যদি সাজা হয়, তাহলে শিক্ষিকা কি নিরপরাধ?

এ ব্যপারে বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, বক্তারুলের ঘটনায় আমরা মর্মাহত। শিক্ষিকা শিউলী আক্তার অভিভাবক মিটিংয়ে ক্ষমা চেয়েছেন। বক্তারুলের স্ত্রী রুবি আক্তার বলেন, গত কালকে আমাদের দোকানে তালা ভেঙ্গে সোলারের ব্যাটারি চুরি হয়ে গেছে। চুরি হওয়ার ঘটনাটি আমি এলাকার গণ্যমান্যদের জানিয়েছি। স্বামী জেলে, দোকান বন্ধ, তিন ছেলে নিয়ে আমি অতি কষ্টে দিন যাপন করছি।

দেখা হয়েছে: 473
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪