|

পটুয়াখালীতে নিন্মমানের কালভার্ট-সেতু নির্মানের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ১১:৩৯ অপরাহ্ন | মার্চ ২১, ২০১৯

পটুয়াখালীতে নিন্মমানের কালভার্ট-সেতু নির্মানের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুড়িপাইকা কুমারখালী খালের উপর কালভার্ট-সেতু নির্মানে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে ও পুনঃনির্মানের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী পালন করেছে এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

গতকাল ২১মার্চ বৃহষ্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে উক্ত দাবীতে সচেতন নাগরিক ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন মোঃ গোলাম কিবরিয়া মাহমুদ, কবির মোল্লা, রাসেদুল ইসলাম, সৈয়দ আশ্রাফ, জসিম উদ্দিন, মোঃ মুসা, ইমরান, ইলিয়াস প্রমুখ নাগরিক।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি পেশ করেন। এ স্মারকলিপিতে উল্লেখ রয়েছে যে, উক্তস্থানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর অধীন ৩১ লক্ষ টাকা বরাদ্ধ প্রাপ্ত কালভার্ট-সেতু নির্মান ঠিকাদার মেসার্স মা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ব্যক্তি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কালভার্ট সেতু নির্মান করা শেষ হতে না হতেই সেতুর মূল স্থলে ফাটল ও রেলিং ভেঙ্গে যায়।

এ ঘটনা জেলা প্রশাসককে অবহিত করলে তিনি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে প্রধান করে একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটি ১৮.০৩.১৯ইং তারিখ স্থানীয় বহু লোকের উপস্থিতিতে সরজমিনে তদন্ত করেন এবং সাক্ষ্য প্রমানে তাদের কাছে কালভার্ট নির্মানে অনিয়ম পরিলক্ষিত হয়।



এ অবস্থায় ঠিকাদার তার লোকজন নিয়ে ২০.০৩.১৯ইং তারিখ আনুমানিক বিকাল ৫টায় কালভার্ট স্থানে গিয়ে কালভার্ট সেতুটি ঘষামাজা ও লিপপোচ করার ঘোষনা দেয়। এতে এলাকার সচেতন মানুষ হতবাক হয় এবং তীব্র প্রতিবাদ জানায়।

এলাকাবাসী তদন্ত টিমের প্রধান এর কাছে তদন্ত রিপোর্ট জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান কালভার্ট সেতুটি রিপেয়ারিং করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বিষয়টি প্রধানমন্ত্রী নজরে দেয়ার জন্য মানববন্ধন ও স্মারক লিপির কর্মসূচী পালন করেন এলাকার সচেতন নাগরিক। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশগ্রহকারী দেড় শতাধিক নাগরিক।

দেখা হয়েছে: 519
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪