|

পাগল করলো পেঁয়াজরে……

প্রকাশিতঃ ৭:৩৫ অপরাহ্ন | নভেম্বর ১৪, ২০১৯

পাগল করলো পেঁয়াজরে......

হিলি (দিনজাপুর) প্রতিনিধি: হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। এক লাফে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। যে পেঁয়াজ গত বুধবার বিক্রি হয়েছে প্রতিকেজি ১৩০ থেকে থেকে ১৪০ টাকা। আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজ প্রতিকেজি প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে।

পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণেই লাগামহীন ভাবে দাম বাড়ছে।

পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না থাকায় বিপাকে পড়েছেন তারা। অনেকেই দাম বেশির কারণে পেঁয়াজ কিনতে পারছে না।

হিলি বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা রেজাউল করিম জানান, সরবরাহ কম থাকায় পেঁয়াজের এই মুল্য বৃদ্ধি। এর বেশি আর কোন মন্তব্য করতে চাননি তিনি।

খুচরা পেঁয়াজ ক্রেতা রফিক জানান, তিনি যেখানে প্রতিদিন এককেজি পেঁয়াজ কিনতেন সেখানে সাতদিনে এককেজি পেঁয়াজ কিনছেন।

আরও কয়েকজন ক্রেতাকে আড়াইশ গ্রামের স্থলে ১শ গ্রাম পেঁয়াজ কিনে পাগল করলো পেঁয়াজরে গান গাইতে দেখা গেছে।
এদিকে পাতাসহ নতুন পেঁয়াজ বাজারে উঠলেও প্রতিকেজি পাতাসহ পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

দেখা হয়েছে: 424
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪