|

পাহাড়ের গুহায় মোদির ধ্যানের ভিডিও ভাইরাল!

প্রকাশিতঃ ৫:৪৮ অপরাহ্ন | মে ১৯, ২০১৯

পাহাড়ের গুহায় মোদির ধ্যানের ভিডিও ভাইরাল!

অনলাইন বার্তাঃ ভোটের আগে পাহাড়ের গুহায় ধ্যানে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরে ধ্যানে বসেন তিনি।

রবিবার সকালে ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি ধ্যানেই কাটিয়ে দেবেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে মোদির ধ্যানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার তীর্থস্থান কেদারনাথে গিয়ে পূজা দেন মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তার কপ্টার কেদারনাথ মন্দির এলাকায় অবতরণ করে।

ধ্যানে যাওয়ার পথে তিনি কেদারনাথের পরিকাঠামো উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখেন। এর পর পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে শুরু করেন।

প্রায় দুই কিলোমিটার ট্র্যাক করে ওই গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথে তাকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়। তার পর ওই গুহায় একান্তে ধ্যান শুরু করেন মোদি। রোববার সকাল পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন মোদি।

পাহাড়ের গুহায় মোদির ধ্যানের ভিডিও ভাইরাল!

পাহাড়ের গুহায় মোদির ধ্যানের ভিডিও ভাইরাল!

Gepostet von Aporadh Barta am Sonntag, 19. Mai 2019

দেখা হয়েছে: 387
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪