|

পূর্বধলায় ভোগাই কংস নদীর ১৫৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশিতঃ ৩:২৫ অপরাহ্ন | মে ২৩, ২০১৯

পূর্বধলায় ভোগাই কংস নদীর ১৫৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়ায় ভোগাই কংস নদীর ১৫৫ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) আনুষ্ঠানিকভাবে এ খনন কাজের উদ্বোধন করেন।

বিআইডব্লিউটিএ’র চেয়্যারম্যান কমডোর এম মাহবুবুব উল ইসলাম (এন) বিএসপি, এনডিপি, পিএসসি, বিএন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), সাংসদ মানু মজুমদার, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব কুমার, উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, উপজেলা সাবেক যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ মাসুদ আলম তালকদার টিপু প্রমুখ।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে ২৪টি নৌ-পথ) শীর্ষক প্রকল্পের আওতায় ভোগাই কংস নদীর মোহনগঞ্জ হতে নালিতাবাড়ি পর্যন্ত নৌ-পথের খনন ২৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে বিআইডব্লিউটিএ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাস্তবায়নকাল মে ২০১৯ হতে জুন ২০২১ পর্যন্ত। নদীটির ৮০-১০০ ফুট প্রশস্ত এবং গভীরতা অনুসারে শুকনো মৌসুমে যাতে ৮-১০ ফুট পানি থাকে সেই দিকে খেয়াল রেখে খনন করা হবে।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪