|

জা‌জিরা স্বাস্থ্য কম‌প্লেক্সের ফার্মাসিস্ট আসলাম-ই যখন ডাক্তার

প্রকাশিতঃ ৫:০৫ অপরাহ্ন | মে ২৭, ২০১৯

জা‌জিরা স্বাস্থ্য কম‌প্লেক্সের ফার্মাসিষ্ট আসলাম ডাক্তার সেঁজে এভাবেই রোগী দেখেন

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স ফার্মাসিস্ট মোঃ আসলাম মিয়া তার নিজের দা‌য়ি‌ত্বে অব‌হেলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। ফার্মাসিস্টের দা‌য়িত্ব পালন না ক‌রে নি‌জেই ডাক্তার সেঁজে রোগী ‌‌দেখার দৃশ্য উ‌ঠে এ‌সে‌ছে। য‌দিও উপ‌জেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান দায়ভার এ‌ড়িয়ে ওই ফার্মাসিস্টের  বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন।

সোমবার সকা‌লে জা‌জিরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে গি‌য়ে দেখা গে‌ছে, স্বাস্থ্য কম‌প্লেক্সের পুরাতন ভব‌নের এক‌টি ক‌ক্ষে রোগীরা ভীড় ক‌রে আছেন। ভিত‌রে গি‌য়ে দেখা মিলল ডাক্তার সেঁজে রোগী‌দের চি‌কিৎসা দি‌চ্ছে ওই স্বাস্থ্য কম‌প্লেক্সের ফার্মাসিস্টের দা‌য়ি‌ত্বে থাকা মোঃ আসলাম মিয়া। ওই সময় তি‌নি ক্যা‌মেরা দে‌খে দ্রুত ওই কক্ষ ত্যাগ ক‌রেন। ত‌বে তার দা‌য়িত্ব ফার্মাসিস্ট দপ্ত‌রে রোগী‌দের ঔষধ বিতরণ করা। কিন্তু সেখা‌নে গি‌য়ে দেখা মিলল অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব থাকা মোঃ শাহালম‌।

তি‌নি জানান, আসলাম মিয়া এখা‌নে খুবই কম ব‌সেন। সে বে‌শির ভাগ ‌রোগী দে‌খেন। আমি অ‌তি‌রিক্ত হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রি।

নাম প্রকাশ না করার শ‌র্তে হাসপাতা‌লের ক‌য়েকজন রোগী জানান, আসলাম বে‌শির ভাগ সম‌য়ে তার দা‌য়িত্ব পালন ক‌রেন না। দা‌য়ি‌ত্বে অব‌হেলা ক‌রে তি‌নি ডাক্তার সেঁ‌জে রোগী দে‌খেন। ডাক্তার না হ‌য়ে যে রোগী‌দের ঔষধ লি‌খে দেন। য‌দি একটু ভুল বসত কিছু হয় এর দায়ভার কে নি‌বে?

এ ঘটনা নি‌য়ে ফার্মাসিস্ট আসলাম মিয়ার সা‌থে বারবার যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তা‌কে পাওয়া যায়‌নি। মু‌ঠো‌ফো‌নও তি‌নি রি‌সিভ ক‌রেনি।

উপ‌জেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ব‌লেন, তা‌কে তো ফার্মাসিস্টের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। তার রোগী দেখার কোন অ‌ধিকার নেই। ডাক্তার না থাক‌লে টুকটাক সেবা দি‌য়ে থাক‌তে পা‌রে।

‌এ বিষ‌য়ে সি‌ভিল সার্জন ডা. খ‌লিলুর রহমান জানান, ফার্মাসিস্ট হ‌য়ে রোগী দেখার কোন অ‌ধিকার নেই। য‌দি তি‌নি এমন কাজ ক‌রে থা‌কেন ত‌বে তার বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।

দেখা হয়েছে: 720
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪