|

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বরিশালের ‍ইলিশ যাবে ভারতে

প্রকাশিতঃ ১১:০৭ অপরাহ্ন | সেপ্টেম্বর ৩০, ২০১৯

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বরিশালের ‍ইলিশ যাবে ভারতে

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানোর ঘোষনায় বরিশালেও মৎস ব্যবসায়ীরা নরেচরে বসেছেন। তারা এরইমধ্যে স্থানীয়ভাবে ইলিশ সংগ্রহ শুরু করেছেন। ফলে বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রটিতে ব্যস্ত সময় পার করছেন মৎস ব্যবসায়ীরা।

সেমবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা পাওয়ার পর বরিশাল থেকেও ইলিশ মাছ সংগ্রহ চলছে।

এ বিষয়ে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, ভারতে ইলিশ পাঠানোর ঘোষনার পর বরিশালেও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ভারতে এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায়, ব্যবসায়ীরা এ সাইজের মাছের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে ইলিশ সংগ্রহের অঞ্চল ভিত্তিক কোন নির্দিষ্ট টার্গেট নেই বলে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ইলিশ মাছ সংগ্রহ করে ভারতে পাঠানো হবে, সেজন্য যেখান থেকে যে পরিমান মাছ সংগ্রহ হচ্ছে তাই কেন্দ্রে পাঠানো হবে। টার্গেট পূরণ হলে সেখান থেকেই পরবর্তী নির্দেশনা জানতে পারবেন ব্যবসায়ীরা।

এদিকে পোর্টরোডে ঘুরে জানাগেছে, শনিবার থেকে সাগর ও বিভিন্ন স্থানীয় নদীর এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশগুলো আলাদাভাবে সংরক্ষন অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটির প্যাকিং এর কাজ চলছে।।

দেখা হয়েছে: 695
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪