|

বরিশালে জন্ম নিল দুই মাথা ও ছয় পা বিশিষ্ট অদ্ভুত বাছুর

প্রকাশিতঃ ৭:১৭ অপরাহ্ন | ডিসেম্বর ০৫, ২০১৮

খোকন হাওলাদার, বরিশালঃ

বরিশালে দুই মাথা ও ছয় পাওয়ালা অদ্ভুত এক বাছুরের জন্ম হয়েছে। শুধু তাই নয়, বাছুরটির ১টি লেজের স্থলে ২টি লেজ রয়েছে।

এ বিষয় নিয়ে গত মঙ্গলবার নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নবগ্রাম রোডস্থ ললিত দাসের পোল সংলগ্ন এলাকায় এ নিয়ে হইচই পড়ে গেছে।

তবে গাভীটিকে বাঁচাতে গিয়ে প্রসবের সময় বাছুরটির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মালিক হানিফ গাজী বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গাভীটি লালনপালন করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম।

তিনি জানান, সকালে গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়, যা দেখে পশু চিকিৎসক ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করেও মাথা বের করতে না পারলে শঙ্কার সৃষ্টি হয়। পরে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গাভীটি বেঁচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।

গাভীটি এর আগেও ২টি বাচ্চা প্রসব করেছে, যা ভালোভাবেই বেড়ে উঠেছে বলে জানান মালিক হানিফ।

দেখা হয়েছে: 800
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪