|

বরিশাল কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল উদ্ধার

প্রকাশিতঃ ১২:১৬ পূর্বাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৯

বরিশাল কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল উদ্ধার

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করেছে বরিশাল কোস্টগার্ড। শনিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দশমিনা উপজেলার হাজিরহাট, বীজভান্ডার ও ভূতুমচর এবং এর আশেপাশের এলাকা লাগোয়া নদীতে এই অভিযান পরিচালিত হয়।

বরিশালে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এই সফল অভিযানে নেতৃত্ব দেন।

অংশ নেওয়া পিও লিপু হোসেন জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১ হাজার মিটার চরঘেরা জাল ও ৭টি বাধা জাল উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার জাল দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

বরিশালে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন- অবৈধ জালগুলো নদীতে ফেলে মাছ শিকার করছিল জেলেরা। মুলত এই খবর পেয়ই অভিযান চালানো হয়েছে।

আগামীতে এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 857
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪