|

বর্তমানে ৬ কোটিরও বেশি টাকা আয়কর আদায় করা হয়েছে’এনামুল হক এমপি

প্রকাশিতঃ ৮:২৫ অপরাহ্ন | নভেম্বর ১৭, ২০১৯

বর্তমানে ৬ কোটিরও বেশি টাকা আয়কর আদায় করা হয়েছে’এনামুল হক
নাজিম হাসান,রাজশাহী থেকে: রাজশাহীর বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন,বর্তমানে বাগমারা থেকে ৬ কোটিরও বেশি টাকা আয়কর আদায় করছে কর কমিশন। এবং দিন দিন আয়করদাতার পরিমান বাগমারাতে বৃদ্ধি পাচ্ছে। আয়কর একটি দেশের সমৃদ্ধির মুল ভিত্তি। আয়কর থেকেই দেশের যাবতীয় উন্নয়ন কাজ হয়। তাই উন্নয়ন ও পরিবর্তন চাইলে সবাইকে অবশ্যই আয়কর দিতে হবে। আর তাহলে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অতি অল্প সময়ে দেশ উন্নত দেশে পরিবর্তন করা সম্ভব হবে। বাগমারা কর এর আয়োজনে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় বাগমারার ভবানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর উপ-কর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) আয়োজিত আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনে তিনি এসব কথা বলেন। রাজশাহীর উপ-কর কমিশনার নবাব সিরাজ-উদ দৌলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপ-কর কমিশনার জাহাঙ্গীর আলম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, আয়কর পরিদর্শক ইবনে খলিলুল্লাহ আহসান,ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল,বণিক সমিতির সদস্য আব্দুস সামাদ,ব্যবসায়ী ও প্রভাষক কামাল হোসেন,প্রভাষক ও ঠিকাদার হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,কর কমিশনার সার্কেল-২২ (ভবানীগঞ্জ) শাখার কাঞ্চন কুমার প্রামানিক,মুর্তজা পারভেজ,ব্যবসায়ী তালেব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক শহীদুল হক সোহেল। উল্লেখ্য,২০১৮-১৯ কর বর্ষে বাগমারা উপঝেলায় আয়কর আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি টাকা। আদায় হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাগমারায় এ পর্যন্ত করদাতার সংখ্যা ৬ হাজার ১৬০ জন।

দেখা হয়েছে: 358
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪