|

বাংলাদেশে শুকুনের নজর পড়েছে—গাজী আতাউর

প্রকাশিতঃ ৮:৫৫ অপরাহ্ন | অগাস্ট ২৩, ২০১৯

‘গভীর সংকটে নিপতিত হচ্ছে দেশ’

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘বাংলাদেশে শুকুনের নজর পড়েছে। ক্রমেই গভীর সংকটে নিপতিত হচ্ছে দেশ। গুম, খুন, ধর্ষন এখন স্বাভাবিক হয়ে গেছে।

দূর্নীতি ও দু:শাসনে জনগন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। প্রিয়া সাহারা দেশের বাহিরে গিয়ে দেশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ দিচ্ছে। বার বার রোহিঙ্গা প্রত্যাবর্তন ব্যার্থ হওয়া সরকারের কুটনৈতিক দূর্বলতার বহি:প্রকাশ।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (২৩ আগষ্ট) সকালে সোনা মিয়াহ্ ঈদগাহ মাঠে লক্ষ্মীপুরে জেলা শাখা কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্র আন্দোলনের সভাপতি কেন্দ্রীয় সভাপতি মেখ ফজলুল করিম মারুফ। জেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইরল সিরাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুফতী দেলোয়ার হোসাইন সাকী, অনারারী ক্যাপ্টেন (অব:) মু. ইব্রাহীম প্রমুখ।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ২৮ বছরে ইশা ছাত্র আন্দোলন ক্ষমতা লিপ্সুদের অপব্যবহার থেকে ছাত্র সমাজকে মুক্ত এবং জাতির ভবিষ্যত নেতুত্বের জন্য দেশপ্রেমে উদ্ধুদ্ধ একদল তারুণ্য উপহার দিত্তে সক্ষম হয়েছে।’

দেখা হয়েছে: 611
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪