|

বাগমারার দলিল লেখকদের দূর্নীতি না করার শপথ পাঠ করালেন এমপি এনামুল

প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর বাগমারা উপজেলা দলিল লেখকদের সকল প্রকার দূর্নীতি থেকে দূরে থাকার ও সারা জীবনে কোন প্রকার দূর্নীতিতে না জড়ানোর শপথ পাঠ করিয়েছেন সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। গতকাল শনিবার বেলা ১১টার সময় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি কার্যালয়ে দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক দলিল লেখকদের এ শপথ পাঠ শেষে প্রদত্ত বক্তব্যে বলেন, মানুষ তাদের সবচেয়ে দামী জিনিস(জমির দলিল) আপনাদের কাছে গচ্ছিত রাখে। আবার এই জমি কেনা বেচার এই দলিল প্রস্তুত করেন আপনারা। এছাড়া বাংলাদেশে জমিজমা ও ঘরবাড়ির সিহ্যা নিয়ে যত হানাহানি ও মামলা মোকদ্দমা হয় অন্য কোন কারণে এত হয় না। তাই আপনারা চাইলে এবং আপনারা সৎ থাকলে এসব দ্বন্দ্ব কমিয়ে আনতে পারেন। আজ মহান আল্লাহর সাহায্য কামনা করে আপনারা যে দূর্নীতি না করার শপথ নিলেন তা ভবিষ্যতে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তা না হলে আল্লাহর কাছে আপনাদের একদির জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা সবাই দূর্নীতি মুক্ত সুন্দর জীবন গড়ে তুলি। এ সময় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি ওহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের জবাবে ও তার চাহিদার প্রক্ষিতে ইঞ্জি এনামুল হক আগামী এত বছরের মধ্যেই বাগমারায় সাব-রেজিষ্টার অফিসের বর্ধিত কার্যালয় হিসাবে একটি চারতাল ভবন নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই কাজটি দ্রুত করার জন্য ইতিমধ্যে আইন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাকে বাগমারা সফরের আমন্ত্রন জানানো হয়েছে। ইনশাআল্লাহ এক বছরের মধ্যেই আমরা এই ভবনটি নির্মাণ করতে সক্ষম হব। ভবনাীগঞ্জ দলিল লেখক সমিতির আহবায়ক মো: আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ইপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অনীল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান,ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল,ভবানীগঞ্জের সাব রেজিষ্ট্রার ওবায়েদ উল্লাহ প্রমূখ। এর আগে ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নােেমন্টর ফাইনাল খেলার বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দেখা হয়েছে: 493
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪