|

বাগমারার নদীতে সুতি জালে মা-পোনা মাছ নিধন’মৎস্য অফিস নিরব

প্রকাশিতঃ ১:০৫ অপরাহ্ন | অক্টোবর ১৭, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বারনই ও ফকিন্নী নদীতে বাঁশের বেড়ায় সুতিজাল দিয়ে অবাধে মাছ নিধন করছে প্রভাবশালী চক্র। এতে বাঁশের বেড়ায় কারেন্ট জালে মা মাছ ও পোনামাছসহ সব ধরনের মাছের বংশ করছে ধংস। আর অবাধে নিধন করা হচ্ছে ছোট মাছ। এসব মাছ উপজেলার তাহেরপুর,ভবানীগঞ্জ মোহনগঞ্জ আড়ৎসহ বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতে দেখা যাচেছ। এবিষয়ে ছোট মাছ নিধন রোধে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বাগমারা মৎস্য অফিসের পক্ষ থেকে বলে এলাকায় ব্যাপক অভিযোগ উঠেছে। এদিকে দীর্ঘদিন ধরে উপজেলায় চলছে ছোট মাছের আকাল। সিন্ডিকেটের কালো থাবায় তারা ভাড়াটিয়া জেলে দিয়ে বিভিন্ন প্রকারের অবৈধ জালে মা ও পোনা মাছ আহরণ করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এভাবে মাছ ধরায় মাছ শন্য হয়ে পড়ছে বারানই ও ফকিন্নী নদি। রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় প্রভাবশালীরা বাঁশের বেড়া দিয়ে সোঁতি বাঁধ তৈরি করে মাছ নিধনের পাশাপাশি পানির গতিপথ বন্ধ করা এবং বর্ষার পানি সময়মত নেমে না যাওয়ায় রবিশস্য মৌসুমে আবাদ নিয়ে দুঃচিন্তায় পড়েছেন এখানকার কৃষক। তবে দেশি প্রজাতির মাছ রক্ষা করতে ছোট মাছ নিধন বন্ধ করা অতি জরুরী হয়ে পড়েছে বলে উপজেলার সচেতন মহল মনে করেছেন। উপজেলার কয়েকজন মৎস্যজীবী জানান,বারানই ও ফকিন্নী নদীতে বর্ষা মৌসুমের শুরুতে বাঁশের বেড়া দেওয়া হয়। বর্ষা শুরু থেকে উপজেলার পীরগঞ্জ ফকিন্নী নদী ও তাহেরপুরের বারনই নদির কামারখালি,শ্রীপুর,বাগমারা,একডালা,মোহনগঞ্জ,মাদারীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করে পানির স্রোত বাড়িয়ে তার মুখে স্থাপন করা হয়েছে একধরনের সুতিজাল। তাতে আটকা পড়ছে শামুক,ঝিনুক, রেণু ও মা-মাছসহ সব ধরনের মাছ। তারা বেড়া দিয়ে পানির স্বাভাবিক গতিও থামানো হয়েছে। বেড়ার মাঝখানে যে পরিমাণ ফাঁকা জায়গা রাখা হয়েছে, তার মধ্য দিয়ে নৌকা চলাচল করছে বলে সরজমিনে দেখাগেছে। এলাকা ও সংশিষ্ট সুত্রে জানাগেছে,সরকার প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিল,খাল,নদনদিতে ছোট মাছ ধরা নিষিদ্ধ করে দেন।কিন্তু বাগমারা উপজেলায় একশ্রেণীর আওয়ামীলীগ নেতাকর্মী ও প্রভাবশালী ব্যাক্তিরা বারানই ও ফকিন্নী নদিতে বেড়া স্থাপনকারীরা তা অমান্য করে সুতিজালের সাহায্যে অবাধে সব ধরনের মাছ নিধন করছে। এতে সাধারণ জেলেরা বিপাকে পড়ছেন।এবং অবৈধ কারেন্ট জাল ও বেড়ার কারনে তাঁদের জাল পর্যন্ত মাছ আসতে পারছে না। জেলে নিতাই, কমল,সুধীর, মকবুল,সুশিল, আনান্ত, সুধির ও নারায়ণ ক্ষোভ প্রকাশ করে বলেন,নদীতে বেড়া ও সুতিজাল দিয়ে মাছ ধরায় আমরা তেমন মাছ পাচ্ছি না। কারন সব মাছ তাঁদের জালে আটকা পড়ছে। ফাঁকফোকর দিয়ে যে মাছ আসছে তার কিছু অংশ আমরা ধরতে পারছি। এসব বেড়া ও সুতিজালের কারণে কয়েক বছর ধরে আমরা কষ্টে জীবন-যাপন করছি। এছাড়াও তাঁরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বেড়া মৎস্য অফিসের পক্ষ থেকে অপসারণ করা হয়নি। এতে বাঁশের বেড়ায় অবৈধ সুতিজালে মা মাছ ও পোনাসহ সব ধরনের মাছের বংশ করছে তারা ধংশ। এছাড়া আগামী রবিশস্য মৌসুমে আবাদ নিয়ে দুঃচিন্তায় পড়েছেন কৃষক।এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,সুতিজাল ব্যবহারকারীদেরকে নটিশ জারি করা হয়েছে। এবং তারা ১৫দিনের মধ্যে সুতি বাধ ভেঙ্গে নিবেন। তবে আপনি এর আগে কেনো তাদেরকে নটিশ জারি বা ভ্রাম্যমান আদালত পরিচলনা করেননি এমন প্রশ্নের জাবাবে তিনি কথা না বলে এরিয়ে যান। উল্লৈখ্য,উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন বাগমারায় দির্ঘদিন যাবত অবস্থান করায় অবৈধ সুতিজাল ব্যবসায়ীরা নদিতে বাঁশের বেড়া দিয়ে বাধ নির্মান করে সেখানে মা মাছ ও পোনামাছসহ সব ধরনের মাছের বংশ ধংস করে যাচেছ।

দেখা হয়েছে: 309
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪