|

বাগমারায় তহসিলদারের ঘুষ-দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিতঃ ৭:২০ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ১৩, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাসের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। জমির খাজনা আদায়ের নামে সীমাহীন ঘুষ-দূর্নীতির মাধ্যমে অর্থ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই কর্মকর্তার অপসারণ চেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিহানালীর হিন্দুপাড়া তিন মাথার মোড় থেকে শুরু হয়ে বড় বিহানালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে বড়বিহানালী স্কুল মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে বড়বিহানালী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য কাইউম আলী, প্রভাষক সাইদুর রহমান, মাষ্টার সোহেল রানা, মাষ্টার রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ, গোলাম মোস্তফা, রেজাউল করিম, আব্দুস সামাদ, মকসেদ আলী, জুয়েল রানা, আমজাদ হোসেন, আলা উদ্দিন, সামসুর রহমান, আব্দুস সাত্তার ও রেজাউল করিম প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, বাগমারার বড়বিহানালী, দ্বীপপুর ও ঝিকরা এই তিনটি ইউনিয়নের জমির খাজনা পরিশোধ ও জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানসহ প্রজাদের বিভিন্ন সেবা নিশ্চিত করার লক্ষে বড়বিহানালী ইউনিয়ন ভূমি অফিসটি প্রতিষ্ঠিত। কিন্তু ওই ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ঘুষ, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে ওই ভূমি অফিসে সেবার মুখ থুবড়ে পড়েছে। তার কারণে ওই তিনটি ইউনিয়নের প্রজারা বর্তমানে সেবার বিপরিতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ ও নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। বক্তব্যে তারা আরো অভিযোগে করে বলেন, কোনো প্রজা ওই ভূমি অফিসে জমির খাজনা পরিশোধ করতে গেলে তার কাছে থেকে প্রকাশ্যে ৪/৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। অথচ আর ভূমি উন্নয়ন কর পরিশোধে গ্রাহকদের দেয়া হয় মাত্র ১০/১২ টাকার রশিদ। বাঁকি পুরো টাকাই পকেটস্থ করেন ওই দূর্ণীতিবাজ তহশীলদার প্রণব কুমার বিশ্বাস। তার এই অসৎ কাজে সহযোগীতার করার জন্য তিনি জনৈক আকরাম হোসেন, খাজা মইন উদ্দিন ও বীরেন্দ্রনাথ সরকার নামে এলাকার তিনজন দালাল হিসাবে ব্যবহার করে থাকেন। ওই তিন ব্যক্তি ওই ভূমি অফিসের কোনো কর্মচারী না হয়েও তারা নিয়মিত অফিসে বসে খবরদারী করে থাকেন এবং তাদের মাধ্যমেই আদায় করা হয় ঘুষের লক্ষ লক্ষ টাকা। এদিকে এসব অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্ত করে তার প্রতিকার চেয়ে গত ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথকভাবে দুইটি অভিযোগও করা হয়েছে। এর একটি করেছেন বড়বিহানালী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সোলায়মান আলী। তাতে ওই তিনটি ইউনিয়নের ১২৫ জন বাসিন্দার স্বাক্ষর রয়েছে। অপর অভিযোগটি করেছেন উপজেলার দ্বীপপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন মোল্লার ছেলে ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, ওই তহশীলদারের বিরুদ্ধে দু’টি অভিযোগ পাওয়া গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তদন্তের (শুনানী) জন্য নোটিশ করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যহস্থা নেয়া হবে। এসব বিষয়ে জানতে চাইলে বড়বিহানালী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস অভিযোগ গুলো ভিত্তিহীন দাবী করে বলেন, একটি মহল এই অফিসে সুবিধা করতে না পেরে এবং অফিসকে দালাল মুক্ত করার উদ্যোগ নেওয়ায় তারাই এভাবে অপপ্রচার ছড়াচ্ছে।

দেখা হয়েছে: 402
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪