|

বাগমারায় বিদ্যালয়ের মাঠে ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয় ও কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সোমবার বিকেলে কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কাঠালবাড়ি ও কামারবাড়ি গ্রামবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ভবন নির্মাণের স্থান পরিদর্শন করে উভয় গ্রামবাসীদের কথা শুনে সমঝোতার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, মাড়িয়া ইউনিয়নের কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের অপর পাশ্বেই কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদফতর রাজশাহী কর্তৃক কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণ কাজ আরম্ভ করা হয়। গত ১৩ অক্টোবর স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক ওই চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন নির্মাণের জন্য জমি মাপ দিলে তা মাঠের ভেতরে ঢুকে পড়ে। এরপর থেকেই মাঠের ভেতরে ভবন নির্মান করা হলে মাঠ নষ্ট হয়ে যাবে এমন দাবীতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে মাপ করতে এলেও তারা স্থানীয়দের বাধার মুখে পড়েন। এর এক পর্যায়ে গতকাল কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন। মাঠ রক্ষা কমিটির সাধারন সম্পাদক শিক্ষক হাফিজুর রহমান জানান, কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম পরিকল্পিত ভাবে ঐতিহ্যবাহি খেলার মাঠটি বিলুপ্ত করার পায়তারা করছে। তিনি আরো জানান, স্থানীয়রা বালিকা বিদ্যালয়ের নামে জমি দিলেও তিনি তা নিজের নামে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করেছেন অথচ বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য জায়গা দিতে চাচ্ছেন না। মাঠের ভেতর ভবন গেলে মাঠের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন। কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, মাঠটি আমাদের জমিতে রয়েছে। খেলার মাঠ যেহেতু আকারে বড় সেজন্য সেখানকার কিছু অংশে ভবন নির্মাণ করা হলেও মাঠের কোন ক্ষতি হবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ জানান,ভবনের জমি নির্ধারণ বিষয়ে আগামী বৃহস্পতিবার উভয় পক্ষকে নিয়ে সমাধান করা হবে।

দেখা হয়েছে: 318
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪