|

বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীর অর্থদন্ড

প্রকাশিতঃ ৭:২৭ পূর্বাহ্ন | জুলাই ১৯, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়ে তিনটি দোকানের ৮০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের দলটি ভবানীগঞ্জ বাজারে অভিযান শুরু করে। অভিযানে হোটেল নোংড়া থাকার কারনে বন্ধ গেটের ফাতেমা হোটেলকে ৫০ হাজার টাকা, ভাই ভাই কনফেশনারীর ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর আলম কিংশুক ষ্টোরের ২০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম ভবানীগঞ্জ পৌরসভায় ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করেন। অভিযানে বাজারের ফাতেমা হোটেলের বেশ কিছু অনিয়মের কারনে ৫০ হাজার ও আরো দুইটি দোকানের ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, বাজারের হোটেল ও দোকানপাট গুলোর করুন অবস্থা। এ সকল দোকানের জিনিসপত্র ব্যবহার করলে মানুষের অসুখ বেড়ে যাবে। হোটেল ও দোকান গুলোর অনিয়মের কারনেই অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য গত বুধবার উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের ৫ টি বিলে অভিযান চালিয়ে সরকারী খালের বন্ধ ব্রীজ গুলোর মুখ খুলে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা শুরু করেছেন। পর্যায় ক্রমে উপজেলার সকল বিল ও খালের ব্রীজ কালভাটের বন্ধ মুখ খুলে দিয়ে বন্যায় বাঁধ ভেঙ্গে জনগনের কোন ক্ষতি হওয়ার সম্ভবনা থাকবেনা বলে তিনি জানিয়েছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের এমন কর্মকান্ডে সমর্থন জানিয়েছেন এলাকার লোকজন। এলাকার লোকজন অবিলম্বে সকল বিল ও খালের মুখ খুলে দেয়ার দাবী জানিয়েছেন।

দেখা হয়েছে: 347
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪