|

বাগমারায় লাইনে দাঁড়িয়ে ঘুষ দিয়ে ধান বিক্রি করছে কৃষকরা

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ন | মে ২৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সারা দেশের মত রাজশাহীর বাগমারার কৃষকেরও ধানের বাম্পার ফলন হয়েছে। বাম্পার এই ধান কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কৃষক এসেছে কাঁটা সরাতে ধরেছে লাইন। গতকাল শুক্রবার বাগমারা ভবানীগঞ্জ হাটে এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ধান বিক্রি করেছে কৃষক। ধানের ক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। প্রতিমন ধান হাজার ৪০ টাকা দাম। তবে এখানেও এসে কৃষকের ভোগান্তির শেষে নেই । হাজার ৪০ টাকা মূল্যের ধান স্থানীয় খাদ্য গুদামে সরবরাহ করতে গিয়ে কৃষককে প্রতিমন ৪০ টাকা হারে উৎকোচ দিতে হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেন। উপজেলা কৃষি অফিস ও হাটে আগত কৃষদের সূত্রে জানা গেছে, দেশব্যাপি ধান ক্রয়ের জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহন করা হলে বাগমারা উপজেলা খাদ্য গুদামের জন্য ৬০০ মেট্রিক টন ধান ক্রয়ের অনুমতি পাওয়া যায়। ধানের দর ধরা হয় প্রতি মন(চল্লিশ কেজি) এক হাজার চল্লিশ টাকা করে। এই অনুমতি লাভের পর গতকাল শুক্রবার ভোর ৬ টায় ভবানীগঞ্জ হাটের ধান হাটায় চলে আসেন ইউএনও জাকিউল ইসলাম। ধান ক্রয়ে তার সহযোগি হন উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরাকর, সহকারি কমিশনার(ভুমি) আবুল হায়াত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলীসহ থানার কিছু পুলিশ সদস্য। হাটের অন্যান্য বেপারীদের মত ইউএনও একটি সাধারন টুলে বসে ধান ক্রয় শুরু করেন। এ সময় প্রতিমন হাজার ৪০ টাকা দর শুনে কৃষকরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে। তারা লাইনে দাড়িঁয়ে ধান বিক্রি শুরু করেন। কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান জানান, যে সমস্ত কৃষকের কৃষি প্রনোদনা বা ভূর্তুকীর কার্ড রয়েছে এবং ধানের আদ্রতা ১৪% বা তার নীচে শুধু তাদের কাছে থেকে কার্ড প্রতি বিশ মন করে ধান হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হচ্ছে।আগামী তিন দিন এভাবে ধান ক্রয় করা হবে। ধানের মূল্য কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। লাইনে দাঁড়ানো কৃষক আনিছার, সমতুল ও সামাদ জানান, বাজারে সেখানে ৫শ সাড়ে ৫শ টাকা ধানের দর। তাই এত বেশি টাকা দরে ধান বিক্রি করতে পেরে তারা বেজাই খুশি। এতে ধান চাষ করে তাদের লস হবে না মোটামুটি লাভ হবে। কৃষকরা জানান, এখানে তাদের ধানের আদ্রতা পরীক্ষা করে ইউএনও’র স্লিপ নিয়ে স্থানীয় খাদ্য গুদামে ধান সরবরাহ করতে হচ্ছে। তবে খাদ্য গুদামে ধান সরবরাহ করতে গিয়ে মন প্রতি ৪০ টাকা হারে উৎকোচ দিতে হয় বলে অভিযোগ ওঠে।উপজেলার মোহনপুরের কৃষক ওহির উদ্দিন ও ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার কৃষক মোসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, খাদ্য গুদামে ধান নিয়ে গেলে সেখানকার লেবার সরদার তাদের কাছে প্রতি মন ৪০ টাকা করে দাবী করছেন । নচেৎ তারা ধান গুদামে তুলবে না। বিষয়টি তাৎক্ষনিক ইউএনওকে জানালে ইউএনও দ্রুত খাদ্য গুদামে সহকারি কমিশনার(ভুমি) আবুল হায়তকে পাঠিয়ে বিষয়টির সমাধান করেছেন বলে কৃষকরা জানান। এদিকে সরকারের এই মহতি উদ্যোগে অনেক প্রান্তিক কৃষক উপকৃত হলেও স্থানীয় কথিপয় মিল মালিকের কারসাজিতে উদ্যোগটি ভেস্তে যাওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানান কৃষকরা। তারা জানান, গতকাল কৃষকরা যখন ব্যাপক উৎসাহ নিয়ে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি শুরু করে। সে সময় স্খানীয় তৃষ্ণা রাইস মিলের মালিক গোলাম হোসেন তার কিছু দালাল হাটে নামিয়ে দিয়ে কৃষকদের মাঝে ধানের ওই পরিমান(১০৪০ টাকা) মূল্য পাওয়া নিয়ে বিভ্রান্ত ছড়ানো শুরু করে। তারা বলে এই মূল্য ব্যাংকের মাধ্যমে পাওয়া খুবই কষ্টসাধ্য। সেখানেও ঘুষের ব্যাপার রয়েছে। তাই তাদেরকে এই স্লিপ বিক্রি করলে মন প্রতি ৭০০ টাকা করে দেওয়া হবে। তাদের ওই মিথ্যা প্রলোভনে অনেক কৃষক মিলার গোলাম হোসেনের লোকজনের কাছে ১০৪০ টাকার স্লিপ মাত্র ৭০০ টাকায় বিক্রি করে দেয় । তবে স্লিøপ বিক্রি মূল্য ধান সরবরাহের পরও কৃষকদের হাতে দেওয়া হয়নি রাখা হয়েছে বাঁকি। এ বিষয়টিও তাৎক্ষনিক ইউএনও জাকিউল ইসলামকে অবহিত করলে তিনি দ্রুত বাজারে প্রশাসনের লোকজন নামিয়ে দিলে দালালরা বাজারের আনাচে কানাচে গা ঢাকা দেয়। ততক্ষনে প্রায় দেড়শ’র অধিক স্লিপ বিক্রি হয়ে যায় বলে কৃষকরা দাবী করেন। এ এসব বিষয়ে ইউএনও জাকিউল ইসলাম জানান, কিছু বাঁধা বিপত্তি রয়েছে। গুদামে বিশ টাকার ঝামেলা হয়েছিল তার সমাধান করা হয়েছে। এছাড়া হাটে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদেরকে হটানো হয়েছে। তিনি কৃষকদের কোন মিথ্যা প্রচারনায় কান না দিয়ে যে কোন সমস্যার সরাসরি তার সাথে কথা বলার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।#

দেখা হয়েছে: 317
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪