|

বৃহস্পতিবার ঈদ করবে গৌরনদীর আড়াইশ’ পরিবার

প্রকাশিতঃ ৭:০৩ অপরাহ্ন | জুন ০৫, ২০১৯

বৃহস্পতিবার ঈদ করবে গৌরনদীর আড়াইশ' পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার সাত শিক্ষক এবং ২৫০জন ছাত্রসহ ২৪৫টি পরিবার আজ বুধবার রোজা রেখেছেন। তারা ৩০টি রোজা পূর্ণ করে আগামীকাল বৃহস্পতিবার ঈদ পালন করবেন।

তারা সবাই হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদেরের অনুসারী।

মাওলানা আব্দুল কাদের দাবি করেন, হাদিসে বর্ণিত আছে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ করতে হবে। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক ছিল।

পরবর্তীতে রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয়নি। তাই কোরআন ও সুন্নাহ বিশ্বাস করে মাদ্রাসার সাত শিক্ষক ও ২৫০জন ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড়কসবা ও চেংগুটিয়াসহ ২০টি গ্রামের ২৪৫টি পরিবারের ১ হাজার ২শ’র বেশি মানুষ মঙ্গলবার রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন। তারা ৩০টি রোজা পূর্ণ করে আগামীকাল বৃহস্পতিবার ঈদ পালন করবেন।

দেখা হয়েছে: 494
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪