|

মনোনয়ন দৌড়ে আমি এগিয়ে—নাজনীন আলম

প্রকাশিতঃ ১০:৩৯ অপরাহ্ন | জুন ০৩, ২০১৮

মনোনয়ন দৌড়ে আমি এগিয়ে---নাজনীন আলম

স্টাফ রিপোর্টারঃ
গৌরীপুর প্রেসক্লাবে শনিবার (০২ জুন) সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে এমপি মনোনয়ন প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নেত্রী নাজনীন আলম। এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি গৌরীপুরে দেড় ডজন প্রার্থীর মধ্যে মনোনয়ন দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকার দাবী করেন।

তিনি বলেন- দীর্ঘ ১৮ বছর যাবত গৌরীপুরে সাধারণ মানুষের সেবা করছি, বিপদে-আপদে পাশে থেকেছি, কখনই আমরা (স্বামী-স্ত্রী) রাজনীতি করবো, নির্বাচন করবো- এমনটা ভাবিনি। মানুষই আমাকে এমপি প্রার্থী করেছে। মানুষের সেবা করতে করতে কখন নেতা হয়ে উঠেছি, বুঝতেই পারিনি।

সুখ-দুঃখ্যে মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও থাকতে চাই। ২০১৬ সালের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাস দিয়েছিলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার মনোনয়নের ব্যাপারে তিনি ভেবে দেখবেন।

গৌরীপুরে মানুষের কাছে আমার জনপ্রিয়তা আর নেত্রীর আশ্বাস মিলিয়ে আমি শতভাগ আশাবাদী ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর আসনে এমপি হিসাবে মনোনয়ন পাচ্ছি। এসময় তার সাথে ছিলেন নাজনীন আলমের স্বামী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যাংকার ফেরদৌস আলম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সভাপতি ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জসীম উদ্দিন, শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মহসীন মাহমুদ শাহ, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ফকিরের প্রতিদ্বন্দ্বী হয়ে নাজনীন আলম স্বতন্ত্র প্রার্থী হিসাবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ২০১৬ সালের উপ-নির্বাচনেও তিনি বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর প্রতিদ্বন্দ্বী হলে আওয়ামীলীগের কেন্দ্রীয় হাই-কমান্ডের নির্দেশে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।

দেখা হয়েছে: 940
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪