|

মর্গে ছোঁয়া মনির নিথর দেহ, ঢাকার পথে আহত বাবা-মা

প্রকাশিতঃ ২:৫৬ অপরাহ্ন | নভেম্বর ১২, ২০১৯

মর্গে ছোঁয়া মনির নিথর দেহ, ঢাকার পথে আহত বাবা-মা

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহত হয় তিন বছরের ছোঁয়া মনি। তার মরদেহ পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে।

ছোঁয়া মনির বাবার নাম সোহেল মিয়া, মা নাজমা বেগম। মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ওই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন তারাও।

অন্যদের মতো তাদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। মর্গে নেওয়ার পরই চিকিৎসকরা ছোঁয়া মনিকে মৃত ঘোষণা করেন। আর সোহেল ও নাজমার অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেলে।

ছোঁয়া মনির লাশটি ময়নাতদন্ত ছাড়াই বাড়ি নিয়ে যেতে চান তার মামা জামাল। তিনি এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

দেখা হয়েছে: 705
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪