|

মাদক, বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা

প্রকাশিতঃ ৫:৪০ অপরাহ্ন | মে ১৪, ২০১৮

মাদক, বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গীবাদ, মাদক, বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গোদাগাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সরকার আমলে দেশে জঙ্গী সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গীদের শক্ত হাতে দমন করছে। এবং বর্তমান সরকার শান্তি চাই। জঙ্গী বা সন্ত্রাস চাই না। তাই আসুন আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করি। আমরা নিজ নিজ স্থান থেকে জঙ্গীবাদ, মাদক, শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাড়ায়। তাহলে দেখবেন সমাজ থেকে এসব সমস্যাগুলো দূর হয়ে গেছে। প্রশাসন একার পক্ষে এসব সমস্যা দূর করতে পারবেনা। আমাদেরও এগিয়ে আসতে হবে।

সমাবেশে গোদাগাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেনের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল একরামুল হক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার,এস আই আয়নাল হক (সিপিও) রাজশাহী রেন্ঞ্জ ডিআইজি কার্যালয়, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি আকবর আলী,নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, শিক্ষাবিদ রবিউল হক, গোদাগাড়ী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলমগীর কবির তোতা,পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানা প্রমুখ।

সমাবেশে মসজিদের ইমাম, গীর্জার ফাদার, কাজী, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 672
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪