|

“মুনাফিক”——–সাঈদ খাঁন

প্রকাশিতঃ ৯:৫৬ অপরাহ্ন | মার্চ ১৩, ২০১৮

আজ দেশে চলছে রক্তের খেলা,
তুমি আছো চুপ করে
সারা দুনিয়ায় মানবতা আজ,
কারা লুন্ঠন করে।
কেউ হারিয়ে কোলের ছেলে,
কেউবা হারিয়ে বাবা,
কেউবা আবার হারিয়ে ইজ্জত
হয়ে গেছে তারা বোবা।
কেউ ছেরেছে বাড়ী ঘর
আর কেউ হারিয়ে জান
কেউবা আবার ইজ্জত
দিয়ে বাঁচিয়েছে শুধু প্রান।
কেউবা আবার পালিয়ে বেরায়
কেউ বা পায়না খাবার
কেউবা দেখো কাপর পায়না
নামায পড়তে যাবার।
মোল্লা তুমি দাও ফতুয়া
নামায নাহি যার
একটিবার কি খবর নিয়েছো
কি হয়েছে তার?
বাড়ীর পাশে পায়না খাবার
খবর নিয়েছো কি?
ধিক্কার জানাই তোমার ফতোয়া
ওগো মোল্লাজি।
যে মোল্লারা টাকা নিয়া মানুষকে দেয় ফাকি
কোরান বলে নও তুমি মোল্লা
এটা তোমার মুনাফেকি।

দেখা হয়েছে: 579
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪