|

ময়মনসিংহে ইউপি নির্বাচনে ৪ স্বতন্ত্র প্রার্থীর জয়, ১ টিতে নৌকা

প্রকাশিতঃ ৩:২৬ অপরাহ্ন | জুলাই ১২, ২০১৯

ময়মনসিংহে-ইউপি-নির্বাচনে-৪-স্বতন্ত্র-প্রার্থীর-জয়,-১-টিতে-নৌকা

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ সদর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪ স্বতন্ত্র প্রার্থী ও ১ টিতে নৌকা বিজয়ী হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে টানা বিকেল ৫ টা পর্যন্ত চলে।

বিজয়ীরা হলেন, ৬ নং চরঈশ্বরদীয়া ইউনিয়নে মোস্তফা সেলিম আনারস প্রতীক, ৭ নং চর নিলক্ষীয়ায় ফারুকুল ইসলাম রতন আনারস প্রতীক, ৯ নং খাগডহর ইউপিতে আনোয়ার হোসেন নান্নু ঘোড়া প্রতীক, ১০ নং দাপুনিয়ায় হাফিজুল ইসলাম চশমা প্রতীক ও ভাবখালীতে নৌকা প্রতীক নিয়ে আঃ ছাত্তার সোহেল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ২ চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপারে প্রতিক উল্টা পাল্ট হওয়ায় ৫ নং সিরতা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে দেয় নিবাচন কমিশন। নির্বাচনে ৫ টি ইউনিয়নের মধ্যে মাত্র একটি ছাড়া অন্য চারটিতে নৌকার ভরাডুবিতে প্রার্থী মনোনয়নে নানা ক্রটিকেই দায়ী করছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য ময়মনসিংহ সিটির সীমানা জটিলতায় এ ছয়টি ইউনিয়নের নির্বাচন যথাসময়ে হয়নি। গত ৫ মে সিটি নিবাচন হওয়ার পর ১১ জুলাই এ সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচন কমিশন স্থগিত হওয়া সিরতা ইউনিয়ন পরিষদ নিবাচনের তারিখ পরবর্তিতে ঘোষনা করবেন বলে জানা গেছে।

দেখা হয়েছে: 514
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪