|

রাজশাহীর দুই সাংবাদিককে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল, আরইউজে’র উদ্বেগ

প্রকাশিতঃ ৮:১৬ অপরাহ্ন | অক্টোবর ১৭, ২০১৯

সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীর একজন আওয়ামী লীগ নেতার নামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দুইজন গণমাধ্যমকর্মীর নামে মিথ্যাচার করা হচ্ছে। যা খুবই উদ্বেগজনক। এর আগে নিজস্ব পেজ ব্যবহার করে ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিরা এমন অপকর্ম চালিয়েছেন। এখন আমরা দেখছি যে, জামায়াত-বিএনপির পেজ ব্যবহার করে অপপ্রচার করা হচ্ছে। যেখানে দুজন সাংবাদিক সম্পর্কে এমন তথ্য দেয়া হয়েছে, যা কাল্পনিক। আমরা লক্ষ্য করছি যে, আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টুর মালিকানাধীন ও বদরুল হাসান লিটন সম্পাদিত পদ্মাটাইমসে প্রকাশিত মানববন্ধন বিষয়ক সংবাদেও দুজন গণমাধ্যকর্মীকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে। সেখানে দুজন সংবাদকর্মীর নাম উল্লেখ করে যা বলা হয়েছে, তা নজিরবিহীন ও অপ্রত্যাশিত। সংবাদ প্রকাশে কেউ সংক্ষুব্ধ হলে তার জন্য আইনি পথ খোলা আছে। প্রতিবাদ, লিগ্যাল নোটিশ, প্রেস কাউন্সিল কিংবা মানহানির মামলা- সব প্রক্রিয়াতেই যাওয়া সম্ভব। কিন্তু এই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেবল দুই সাংবাদিকের সম্মানহানি করেননি বরং সব গণমাধ্যমকর্মীকে হেয় করেছেন। সাংবাদিক কাজী শাহেদ রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পরবর্তীতে জাতীয় দৈনিক সমকাল দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু করেন এবং সততা ও নিষ্ঠার সাথে তিনি রাজশাহীতে সাংবাদিক সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। বর্তমানে তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সহ নিউজ চ্যানেল২৪ এর রাজশাহী ব্যুরো প্রধান। অপর সাংবাদিক রফিকুল ইসলাম দৈনিক সানশাইন দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু করেন বর্তমানে তিনি রাজশাহীর জনপ্রিয় অনলাইন সিল্কসিটি নিউজ এর সম্পাদক এবং দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান। আরইউজে নেতৃবৃন্দ মনে করে, আজিজুল আলম বেন্টু ও তার সহযোগিদের এই উদ্দেশ্য সুদূরপ্রসারি। তারা এভাবে গণমাধ্যমের প্রকৃত কর্মীদের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র করছে। যাতে আগামীতে অন্যরা ভীত হয়ে তার অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ না করেন। এমন তৎপরতা রুখতে গণমাধ্যমকর্মীদের ঐক্যবব্ধ হওয়ার বিকল্প নেই। আর এই তৎপরতা বন্ধ না হলে শিগগিরই আইনি প্রক্রিয়া নেয়া হবে। এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর দেবেন বলে আশা করা যায়।

দেখা হয়েছে: 352
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪