|

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ’ যাত্রীরা চরম দূর্ভোগে

প্রকাশিতঃ ১২:৫৮ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে:
সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণার পর হঠাৎ করে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে সোমবার সকাল থেকেই রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। আর এই কারনে মহানগরীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনাল এবং ভদ্রা থেকে কোনো ধরনের বাস ছেড়ে যায়নি। এতে করে চরম দূর্ভোগে পড়েন বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলছেন, এটা ইউনিয়নের পক্ষ থেকে ডাকা কোনো ধর্মঘট নয়। সকাল থেকে শ্রমিকরা নিজেরাই বাস বন্ধ রেখেছেন। রাজশাহীর মালিকদের বাস দু’একটি করে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ রুটে ছেড়ে যাচ্ছে। তবে বাইরের জেলার মালিকদের বাসগুলো রাজশাহী আসার পর পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়েও শহর থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এভাবে হঠাৎ করে বাস বন্ধ করে যাত্রীদের দুর্ভোগে ফেলা আমি সমর্থন করি না। তবে স্থানীয় প্রশাসনেরর সাথে কথা হয়েছে। এবং অল্প সময়ের মধ্যে সমাধারণ হয়ে যেতে পরে। উল্লেখ্য,গত ১ নভেম্বর থেকে আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হয়। তবে এই আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কিছু দিন এর প্রয়োগ শিথিল করা হয়। আবারোও রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এই আইন কার্যকর শুরু হয়েছে। এবং পরদিন সোমবার সকাল থেকে বাস বন্ধ করে দিয়েছে রাজশাহীর শ্রমিকরা।

দেখা হয়েছে: 275
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪