|

রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ৯:০৫ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৮, ২০১৯

রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মামুন হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ওষুধের ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে হায়দরগঞ্জ বাজারের আবাবিল ফার্মেসী ৫০ হাজার, মজুমদার ফার্মেসী ২০ হাজার ও হাওলাদার ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ফুড সাপ্লিমেন্টারী, আনরেজিস্টার ঔষধ, মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষন, অনুমোদনহীন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে উপজেলার হায়দরগঞ্জ বাজারের ৩টি ঔষধের দোকানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ঔষধ তত্বাবধায়ক মোঃ ফজলুল হক।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী বলেন, ভোক্তা অধিকার আইনে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসাধু ঔষধ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরণের মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 538
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪